• স্নো লেপার্ডের সংখ্যা দ্বিগুণ হিমাচলে
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • চণ্ডীগড়: হিমাচল প্রদেশে প্রায় দ্বিগুণ হয়েছে স্নো লেপার্ডের সংখ্যা। ২০২১ সালে ৪৪টি স্নো লেপার্ডের সন্ধান মিলেছিল। বর্তমানে সংখ্যাটা ৮৩। সম্প্রতি সমীক্ষা রিপোর্টে এমনটাই জানিয়েছে নেচার কনজারভেশন ফাউন্ডেশন ও হিমাচল প্রদেশ বনদপ্তরের বন্যপ্রাণ বিভাগ। স্পিতি, পিন, আপার কিন্নর ও তাবোতে স্নো লেপার্ড দেখা গিয়েছে। এছাড়া প্রথমবার পালাস বিড়াল ও উলি ফ্লাইং স্কুইরেল নামে দু’টি নতুন প্রজাতির প্রাণীর হদিশ মিলেছে।
  • Link to this news (বর্তমান)