• মন্দিরে বিতর্কিত স্লোগান, উত্তেজনা যোগীরাজ্যে
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • লখনউ: মন্দিরের দেওয়ালে লেখা ‘আই লাভ মহম্মদ’। এই ঘটনায় উত্তাপ ছড়াল উত্তরপ্রদেশের আলিগড়ের ভগবানপুর ও বুলাকিগড় গ্রামে। ওই দুই গ্রামের ৫টি মন্দিরের দেওয়ালে এই স্লোগান দেখা গিয়েছে। এই ঘটনা ঘিরে সুর চড়িয়েছে হিন্দুত্ববাদী গোষ্ঠী। উত্তেজনার জেরে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পৌঁছেছেন পুলিশের পদস্থ কর্তারাও। তথ্য প্রমাণ সংগ্রহের জন্য ডেকে পাঠানো হয় ফরেনসিক দলকেও। এলাকার সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হয়েছে। ইতিমধ্যেই ৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এসএসপি নীরজ কুমার বলেছেন, ‘সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত কাউকে রেয়াত করা হবে না।’ 

    যদিও করনি সেনার সর্বভারতীয় সহ-সভাপতি জ্ঞানেন্দ্র সিং চৌহান পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, পুলিশের কাছে অভিযোগ দায়ের করতে গেলে স্থানীয়দেরই আটক করা হয়। অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার বদলে দেওয়াল থেকে লেখা  মুছে বিষয়টি চাপা দেওয়ার চেষ্টা করা হয়।
  • Link to this news (বর্তমান)