ইন্দোরে শ্লীলতাহানি অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটারের, বিশ্বকাপ খেলতে এসে বিপত্তি, বিজেপি শাসিত মধ্যপ্রদেশের ঘটনায় মাথা হেঁট
বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
ইন্দোর: টিম বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গিয়েছে। আগের দিনের খেলায় সহজ জয় এসেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। তাই কিছুটা রিল্যাক্সড মুডে ছিলেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট টিমের দুই সদস্য। সকাল সকাল বেরিয়ে পড়েছিলেন ইন্দোরের পাঁচতারা হোটেল থেকে। গন্তব্য ছিল কাছেই, জনপ্রিয় এক কাফেটেরিয়া। সকাল এগারোটার জনবহুল রাস্তা, তাই হয়তো নিরাপত্তাকর্মীদের সঙ্গে নেওয়া কথা ভাবেননি অস্ট্রেলিয়ার দুই মহিলা ক্রিকেটার। হেঁটেই যাচ্ছিলেন গন্তব্যে। কিন্তু দিনের আলোতেই লুকিয়েছিল বিপদ! কাফে যাওয়ার পথে তাঁদের পিছু নেয় এক বাইকচালক। আর তারপর কিছু বুঝে ওঠার আগেই দু’জনের শ্লীলতাহানি করে চম্পট দেয়। ঘটনাটি গত বৃহস্পতিবারের। শনিবার বিষয়টি স্বীকার করে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘ইন্দোরে একটি কাফেতে যাওয়ার সময় অস্ট্রেলিয়া মহিলা টিমের দুই সদস্যের পিছু ধাওয়া করে অশালীনভাবে স্পর্শ করেছে এক মোটরসাইকেল চালক। টিমের সিকিওরিটির তরফে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।’
ডাবল ইঞ্জিন রাজ্যগুলিতে নারী নিরাপত্তা বেশি— প্রায়শই এমন দাবি করে থাকেন বিজেপির নেতা-মন্ত্রীরা। চলতি বছরেই নারী নিরাপত্তা নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে জাতীয় মহিলা কমিশন। তাতে বলা হয়, মহিলাদের জন্য অন্যতম সুরক্ষিত শহর ইন্দোর। সেই শহরেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপ চলাকালীন বিদেশি মহিলা ক্রিকেটারদের হেনস্তায় লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে গোটা দেশের। আন্তর্জাতিক মঞ্চেও দেশের সম্মান নিয়ে টানাটানি শুরু হতে পারে বলে মনে করছে ক্রীড়া মহল। ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে নিন্দা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ডও। বিসিসিআইয়ের সহ সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন, ‘এমন ঘটনা এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ ঘটনার পর তড়িঘড়ি পদক্ষেপ করেছে ইন্দোর পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে তল্লাশি চালিয়ে আকিল খান নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
গোটা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূল কংগ্রেস। সোশ্যাল মিডিয়ায় বাংলার শাসকদলের তরফে লেখা হয়েছে, ‘আমরা কি ভারতের এই ভাবমূর্তিই দেখাতে চাই গোটা বিশ্বকে?’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপি এই ঘটনা নিয়ে নীরব কেন? সেই প্রশ্নও তোলা হয়েছে তৃণমূলের তরফে। দলের মুখপাত্র অরূপ চক্রবর্তী আক্রমণ, ‘তাহলে স্লোগানটা কী দাঁড়াল? বেটি বাঁচাও, বিজেপির থেকে।’
আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ খেলতে গত একমাস ধরে ভারতে রয়েছে অস্ট্রেলিয়া টিম। গত বুধবার ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ইংল্যান্ডের সঙ্গে খেলা ছিল। পরের ম্যাচ ইন্দোরেই হওয়ায় শহরে থেকে যায় অজিরা। তারপরই গত বৃহস্পতিবার সকালে ওই ঘটনা। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, সাদা জামা ও কালো টুপি পরে বাইকে বসে রয়েছে অভিযুক্ত। সে প্রথমে এক ক্রিকেটারের শ্লীলতাহানির চেষ্টা করে। কিন্তু দু’জনে একসঙ্গে বাধা দেয়। তারপর ফের বাইক ঘুরিয়ে এসে অপর ক্রিকেটারের শরীর স্পর্শ করে পালিয়ে যায় আকিল। হতভম্ব ভাব কাটিয়ে দলের সিকিওরিটি ম্যানেজার ড্যানি সিমন্সকে বিপদসূচক বার্তা পাঠান তাঁরা। ঘটনাস্থলে উপস্থিত এক ব্যক্তি আকিলের বাইকের নম্বর লিখে রেখেছিলেন। তিনি প্রথমে পুলিশকে ফোন করে ঘটনার কথা জানান। পরে অস্ট্রেলিয়া টিমের তরফেও ইন্দোর পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। ইন্দোর পুলিশের অতিরিক্ত ডিসি (ক্রাইম) রাজেশ দান্ডোনিয়া জানিয়েছেন, আকিলই মূল অভিযুক্ত। অনভিপ্রেত ঘটনাটি অবশ্য অস্ট্রেলিয়ার মনোবলে প্রভাব ফেলেনি। এদিন ইন্দোরেই বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ, নিয়মরক্ষার ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হেলায় হারিয়েছে তারা।