• সাফাইকর্মীদের ‘জঙ্গি’ বলে বিতর্কে বিজেপি সাংসদ ব্রিজ লাল
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • লখনউ: পরিযায়ী শ্রমিকদের গায়ে ‘বেআইনি বাংলাদেশি অনুপ্রবেশকারী’ তকমা আগেই লেগেছিল বিজেপি শাসিত রাজ্যগুলিতে। এবার তাদের ‘জঙ্গি’ বলে বিতর্কে জড়ালেন বিজেপি সাংসদ ব্রিজ লাল। ২০১১ থেকে ২০১২ পর্যন্ত উত্তরপ্রদেশের ডিজির দায়িত্ব সামলেছেন তিনি। বর্তমানে তিনি রাজ্যসভার সদস্য। শুক্রবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন তিনি। তাতে লখনউয়ের গোমতীনগর এক্সটেনশন এলাকায় একদল সাফাইকর্মীকে বাংলাদেশি অনুপ্রবেশকারী দাবি করে কাজ থামাতে বলেন। যদিও কর্মীরা দাবি করেন, তাঁরা অসমের বাসিন্দা। তবে তাতে থামানো যায়নি রাজ্যসভার সাংসদকে। বিতর্ক দেখা দেওয়ায় শনিবার এই নিয়ে তিনি মুখ খোলেন। ব্রিজ লাল বলেন, এভাবেই জঙ্গিরা কাজ করে। এদের ফেরত পাঠানো উচিত।
  • Link to this news (বর্তমান)