• তরুণের সুইসাইড নোটে নাম, আত্মঘাতী সরকারি অফিসার
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • ইটানগর: অরুণাচল প্রদেশে কয়েক ঘণ্টার মধ্যে দু’টি আত্মহত্যার ঘটনা। মৃতদের মধ্যে রয়েছেন এক পদস্থ সরকারি আধিকারিক। তাঁর আগে আত্মহত্যা করে ১৯ বছর বয়সি এক তরুণ। বৃহস্পতিবার সকালে লেখি গ্রামের ভাড়া বাড়ি থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, অতীতে ম্যাজিস্ট্রেট সেজে বহু মানুষের টাকা হাতিয়েছিল ওই তরুণ। ঘটনায় তাকে গ্রেফতার করা হয়। পরে জামিনে বাইরে ছিল সে। এদিকে সেদিন রাতেই মাথায় গুলি চালিয়ে আত্মহত্যা করেন গ্রামোন্নয়ন বিভাগের এক এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার। আত্মঘাতী তরুণের সুইসাইড নোটে ওই ব্যক্তির নাম ছিল। আর এক পদস্থ সরকারি অফিসারের নামও রয়েছে সেখানে। দু’জনের বিরুদ্ধে যৌন হেনস্তা, নিগ্রহের অভিযোগ রয়েছে। মৃত তরুণের পরিবারের দাবি, একাধিক সুইসাইড নোট মিলেছে। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছে। তদন্ত চলছে। 

    পুলিশ সূত্রের খবর, এক সময়ে ইন্দিরা গান্ধী পার্কের প্যাট্রলিংয়ের দায়িত্বে ছিল ওই তরুণ। সংশ্লিষ্ট এলাকায় মদ ও তামাক নিষিদ্ধ। প্রথমে সবকিছু ঠিকঠাক চলছিল। পরে পানশালা ও মদের দোকান থেকে অবৈধ উপায়ে টাকা রোজগার করতে শুরু করে ওই তরুণ। এর জন্য নিজের গাড়িতে ‘ম্যাজিস্ট্রেট অন ডিউটি’ কার্ড লাগিয়েছিল সে। ৭ লক্ষ টাকা হাতানোর অভিযোগে ১৯ জুন তরুণকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে জামিন দেওয়া হয়। 
  • Link to this news (বর্তমান)