হোটেলের ঘরে বিহারের বধূর দেহ, সন্তান নিয়ে পলাতক সঙ্গী
বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: হোটেলের ঘর থেকে এক মহিলার মৃতদেহ উদ্ধার হল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশন (এনজেপি) সংলগ্ন একটি হোটেলে। পুলিশ জানিয়েছে, মৃত মহিলার নাম পূজা দাস (২৫)। হোটেলের রেজিস্টারে ওই মহিলার এই নামই দেওয়া রয়েছে। তাঁর বাড়ি বিহারের কাটিহারে। জানা গিয়েছে, ২২ অক্টোবর সকালে ওই মহিলা এক পুরুষ ও একটি ছোট সন্তানের সঙ্গে এনজেপির ওই হোটেলে আসেন। পুলিশের অনুমান ওই ব্যক্তি তাঁর স্বামী ও সন্তানটি তাদের। ২২ অক্টোবর থেকে তারা হোটেলের ওই ঘরেই ছিল।
২৪ অক্টোবর অর্থাৎ শুক্রবার সকালে শিশুটিকে কোলে নিয়ে হোটেল থেকে বেরিয়ে যায় ওই ব্যক্তি। সারাদিন সে আর ফেরেনি। রাত ১০টা নাগাদ হোটেলের কর্মীদের সন্দেহ হয়। এরপর তাঁরা হোটেল মালিককে বিষয়টি জানান। তিনি খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানায় খবর দেন। পুলিশ এসে দেখতে পায় হোটেলের ঘরটি বাইরে থেকে তালা দেওয়া রয়েছে। এরপরেই পুলিশ নিয়ম মেনে ভিডিওগ্রাফি করে দরজা ভাঙে। ভিতরে গিয়ে ওই মহিলার দেহ বিছানার উপর পড়ে থাকতে দেখা যায়। তাঁর নাক মুখে গ্যাঁজলা ছিল। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেলে পাঠানো হয়। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান ওই মহিলাকে খুন করা হয়েছে। তাঁর সঙ্গে যে ব্যক্তি ছিল সেই খুনি। ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করার পাশাপাশি এলাকায় থাকা সমস্ত হোটেলের সিসি ক্যামেরার ছবিও সংগ্রহ করেছে। বিহারের কাটিহারের পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই মহিলার পরিবারের সদস্যদের হদিশ পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ। পাশাপাশি ওই অভিযুক্তের খোঁজে বিশেষ দল তৈরি করে তল্লাশি শুরু করেছে পুলিশ।
ঘটনার খবর পেতেই ওই হোটেলে থাকা বহু আবাসিক ঘর ছেড়ে দেন। রাতে পুলিশের ভ্যান পৌঁছতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অনেকেই ওই হোটেলের সামনে ভিড় জমান। শনিবারও ওই এলাকায় চাঞ্চল্য ছিল। যে হোটেলে ঘটনাটি ঘটেছে সেখানে গিয়ে কারও খোঁজ পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, হোটেল কর্তৃপক্ষ ঘটনার বিষয়টি লিখিতভাবে জানিয়েছে। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি রাকেশ সিং বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ওই মহিলাকে খুন করেছে তাঁর সঙ্গে থাকা ওই ব্যক্তি। যাকে আমরা ওই মহিলার স্বামী বলেই মনে করছি। ওই ব্যক্তির খোঁজে আমরা তল্লাশি শুরু করেছি। অভিযুক্তকে ধরতে পারলেই খুনের কারণ জানা সম্ভব হবে।