ফালাকাটার শ্রমিকের দেহ উদ্ধার ওড়িশায়, তদন্তের দাবি পরিবারের
বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, ফালাকাটা: ওড়িশার গঞ্জাম স্টেশন থেকে আড়াই কিমি দূরে নদীর ধারের জঙ্গলে ফালাকাটার নিখোঁজ পরিযায়ী শ্রমিকের দেহ উদ্ধার হল। পুলিশ জানিয়েছে, মৃতের নাম হাঞ্জলা ফিরদৌস। বাড়ি ফালাকাটা ব্লকের ময়রাডাঙা গ্রাম পঞ্চায়েতের লছমনডাবরি গ্রামে। ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছেন মৃতের পরিবারের সদস্যরা।
হাঞ্জলা ফিরদৌস দেড় মাস আগে কেরলে রাজমিস্ত্রির কাজ করতে গিয়েছিলেন। গত ১২ অক্টোবর ট্রেনে করে তিনি বাড়ি ফিরছিলেন। ১৩ অক্টোবর শেষবারের মতো বাবা ও স্ত্রীর সঙ্গে তাঁর ফোনে কথা হয়। তারপর থেকেই তাঁর ফোন সুইচ অফ হয়ে যায়। বাড়িতে না ফেরায় পরিবারের তরফে গত ১৫ অক্টোবর নিউ ময়নাগুড়ি জিআরপিতে অপহরণের অভিযোগ দায়ের করা হয়। বিষয়টি ফালাকাটা থানাকেও জানানো হয়। শুক্রবার সন্ধ্যায় ফালাকাটা থানায় ওড়িশা থেকে একটি দেহ উদ্ধারের খবর আসে। এরপরই পরিবারের সদস্যরা সেখানে গিয়ে দেহটি শনাক্ত করেন।
ফালাকাটা থানার আইসি অভিষেক ভট্টাচার্য বলেন, ওড়িশায় গিয়ে নিখোঁজ পরিযায়ী শ্রমিকের দেহটি শনাক্ত করেছেন পরিবারের সদস্যরা। ঘটনায় উচ্চপর্যায়ের তদন্তের দাবি করেছে মৃতের পরিবার। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, ক’দিন আগেই মৃত শ্রমিকের মা নিরফুল নেহার বলেছিলেন, ছেলেকে ট্রেনের কামরায় কয়েকজন যুবক উত্যক্ত করেছিল। ছেলে ফোনে তা জানিয়েছিল। তাই এই ঘটনার তদন্ত হোক। বউমা সাত মাসের অন্তঃসত্ত্বা। এবিষয়ে লছমনডাবরি গ্রামের পঞ্চায়েত সদস্য আতাউর রহমান বলেন, পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে। ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হোক।