বাংলাদেশ থেকে চুরি করতে এসে কুমারগঞ্জে ধৃত দুই, বেঁধে গণপ্রহার
বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, বালুরঘাট: চুরি করতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়ল দুই দুষ্কৃতী। উদ্দেশ্য ছিল, কুমারগঞ্জের সীমান্ত গ্রামে চুরি করে ফের বাংলাদেশে ঢুকে পড়া। সেই কু মতলব ভেস্তে দিলেন বাসিন্দারা। পুলিস ও স্থানীয় সূত্রে খবর, দুই দুষ্কৃতীকে ধরে গণপ্রহারের পর গভীর রাতে ইলেক্ট্রিক পোলে বেঁধে রাখা হয়। পরে পুলিশ গেলে তাদের হাতে তুলে দেওয়া হয় দু’জনকে। শুক্রবার রাতে কুমারগঞ্জের লাট মির্জাপুর গ্রামে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কুমারগঞ্জ থানার আইসি রামপ্রসাদ চাকলাদার বলেন, বাংলাদেশের ওই দুই বাসিন্দার বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম শরিফুল হক ও সোহেল রানা। তারা বাংলাদেশের দিনাজপুর জেলার বনতারা গ্রামের বাসিন্দা। দু’জন বাংলাদেশের রসুলপুর সীমান্ত দিয়ে কুমারগঞ্জে ঢোকে। শুক্রবার রাতে শিবির মোড় এলাকায় ঘোরাঘুরি করার পর সেখানে একটি বাড়িতে চুরি করতে ঢোকে। স্থানীয়রা ধরে জিজ্ঞাসাবাদ করতেই তারা প্রথমে জানায় পাশের গ্রামে গানের অনুষ্ঠান দেখতে এসেছিল। পরে গ্রামবাসীদের জেরায় বাংলাদেশি বলে স্বীকার করে। তাদের আর কোনও উদ্দেশ্য ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ। গ্রামবাসী অনুপ মণ্ডল বলেন, ওই দু’জন ধরা পড়ার পর খুব ভয়ে আছি। ওপার বাংলা থেকে এভাবে দুষ্কৃতীদের ঢুকে পড়া চিন্তার বিষয়।
বালুরঘাট জেলা আদালতের সরকার পক্ষের আইনজীবী শিবাজী সিংহ রায় বলেন, অভিযুক্তদের আদালতে তোলা হলে পাঁচদিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছেন বিচারক।
দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী কুমারগঞ্জ থানার পাশেই রয়েছে বাংলাদেশের দিনাজপুর জেলার একটা বড় অংশ। পুলিশ সূত্রে খবর, সেখান থেকে বিএসএফকে ফাঁকি দিয়ে দুই দুষ্কৃতী কুমারগঞ্জে প্রবেশ করে। তারা চোরাকারবারের সঙ্গে যুক্ত কি না খতিয়ে দেখা হচ্ছে।
সম্প্রতি, হিলি সীমান্তে একাধিকবার বাংলাদেশের দুষ্কৃতীরা এসে চুরি ও অন্য অপরাধ করে গিয়েছিল। মাসদুয়েক আগে হিলির একটি বাড়িতে চুরি করতে ঢুকে এক মহিলাকে কাঁচি দিয়ে আঘাত করে এক দুষ্কৃতী। ফলে সীমান্তবর্তী গ্রামগুলিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
বিএসএফের আঁটোসাটো নিরাপত্তা থাকলেও দালালদের মাধ্যমে দুষ্কৃতীরা এদেশে ঢুকছে বলে অভিযোগ।