• গোপালপুরে মাত্র ৫০ মিটার দূরে গঙ্গা, স্থায়ী বাঁধের দাবি
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, মানিকচক: ভাঙন বাড়তে বাড়তে গোপালপুরে বাঁধ থেকে গঙ্গা এখন মাত্র ৫০ মিটার দূরে। তাই শুখা মরশুমে স্থায়ীভাবে বাঁধ মেরামতির দাবিতে সরব বাসিন্দারা। ঝুলন্ত অবস্থায় থাকা জামে মসজিদও অবিলম্বে সংস্কার করার আবেদন করেছেন তাঁরা। 

    মানিকচক ব্লকের গোপালপুরে গত কয়েক বছর ধরে চলা অনবরত গঙ্গা ভাঙনের ফলে বিস্তীর্ণ এলাকা তলিয়ে গিয়েছে। বিলীন হয়েছে কয়েকটি গ্রাম।  বর্তমানে উত্তর ও দক্ষিণ হুকুমতটোলা, ঈশ্বরটোলা, কামালতিপুর সহ কয়েকটি গ্রাম নদীগর্ভে চলে যাওয়ার পথে। গোপালপুরের শান্তিমোড়ের বাঁধ থেকে মাত্র পঞ্চাশ মিটার দূরে রয়েছে গঙ্গা। জলস্তর কমে যাওয়ায় ভয়াবহ চেহারা নিয়েছে ভাঙন।

    কয়েক মাস আগে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে বালির বস্তা দিয়ে ভাঙন রোধের কাজের কোনও চিহ্ন নেই। সব গিলেছে নদী। নদীর পাড়ে বেশকিছু জায়গায় তৈরি হয়েছে বড় গর্ত। এই অবস্থার জন্য সেচ দপ্তরের গাফিলতি স্পষ্ট বলে অভিযোগ বাসিন্দাদের। এবার শুখা মরশুমে পাথর দিয়ে বাঁধের কাজের দাবি তুলে সরব গোপালপুরের বাসিন্দারা। স্থানীয় লক্ষ্মণ মণ্ডল, আজাদ হোসেনরা বলেন, বারবার স্থায়ী ও শুখা মরসুমে কাজের দাবি জানিয়ে আসছি। গত দু’বছরের ভাঙন দেখে আমরা আতঙ্কিত। এই পরিস্থিতি চলতে থাকলে গোপালপুর বলে মানচিত্রে কিছু থাকবে না। প্রশাসন ফের বর্ষার মুখে কাজ শুরু করলে আমরা বাধা দেব।

    এবিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি তথা মানিকচক পঞ্চায়েত সমিতির দলনেতা শেখ আসিরুদ্দিন বলেন, ১৪ কোটির কাজের কিছুটা এখনও বাকি রয়েছে।  ওই এলাকায় দ্রুত কাজ হবে। স্থায়ী ভাঙন রোধের জন্য বৈজ্ঞানিক পদ্ধতিতে কাজ করতে রাজ্য সরকারের প্রতিনিধি দল এলাকা পরিদর্শন করেছে। আশাকরি দ্রুত ভাঙনের স্থায়ী সমাধান হয়ে যাবে।
  • Link to this news (বর্তমান)