• এসআইআর নিয়ে প্রস্তুতি জেলা প্রশাসনের, কর্মশালার আয়োজন
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর নিয়ে এরাজ্যে বিজ্ঞপ্তি জারি না হলেও প্রাথমিক প্রস্তুতি সেরে রাখছে জেলা প্রশাসন। নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী এসআইআর বাস্তবায়নের ক্ষেত্রে বুথ লেভেল অফিসার (বিএলও), সুপারভাইজ়ারদের ভূমিকা কী হবে, তাঁদের মূল কাজ কী, তার বিস্তারিত চিত্র তুলে ধরতে শনিবার কর্মশালা হয় কর্ণজোড়া অডিটোরিয়ামে।

    এদিন মূলত রায়গঞ্জ বিধানসভার বিএলও এবং সুপারভাইজারদের কমিশনের নির্দেশিকার ব্যাপারে জানানো হয়। সঙ্গে রায়গঞ্জ ব্লকের হেমতাবাদ ও কালিয়াগঞ্জের বিধানসভার কিছুটা অংশের বিএলওদেরও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এদিন রায়গঞ্জ বিধানসভার ২১৩ জন বিএলও এই কর্মশালায় অংশ নেন। প্রশিক্ষণ দেন নির্বাচন কমিশনের জেলার আধিকারিকরা।

    প্রশাসন সূত্রে খবর, কমিশন থেকে ইতিমধ্যে এসআইআর নিয়ে প্রাথমিক প্রস্তুতি সেরে রাখার জন্য বলা হয়েছে। সেই মতোই কাজ হচ্ছে। একই সঙ্গে যাঁরা এবার প্রথম বিএলও হিসেবে নিযুক্ত হয়েছেন, তাঁদের বিষয়টি ভালো করে বুঝিয়ে দিতেই এই উদ্যোগ। এদিন অডিটোরিয়ামে দু’দফায় কর্মশালার আয়োজন হয়। যেখানে বিএলওরা প্রশিক্ষকদের কাছে একাধিক বিষয়ে জেনে নেন।  নতুন কোনও নিয়ম যুক্ত হয়েছে কি না, সেবিষয়েও জানতে চান অনেকে।  

    কর্মশালায় উপস্থিত প্রশাসনিক আধিকারিকদের মধ্যে রায়গঞ্জ মহকুমা শাসক কিংশুক মাইতি বলেন, রায়গঞ্জ বিধানসভার ২১৩ বুথের বিএলও এবং রায়গঞ্জ ব্লকের হেমতাবাদ ও কালিয়াগঞ্জ বিধানসভার অধীন কিছুটা অংশে নিযুক্ত বিএলওদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এসআইআর ও ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে তাঁদের বড় ভূমিকা রয়েছে। সেজন্যই এই কর্মশালা করা হয়েছে।  রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে চলছে কর্মশালা।- নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)