• ছটপুজোর আগে ভিন রাজ্যে আনারসের চাহিদা থাকলেও দাম কম, হতাশ চাষিরা
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, চোপড়া: ছটপুজোর আগে চাহিদা বৃদ্ধি পেলেও গতবছরের তুলনায় দাম অনেকটাই কম আনারসের। দাম না মেলায় মন খারাপ চোপড়ার আনারস চাষিদের। বর্তমানে চোপড়ার আনারস বারাণসী, গোরক্ষপুর, ছাপড়া সহ বিভিন্ন শহরে যাচ্ছে।  সাধারণত পুজোর সময়ে প্রতিবার আনারসের ভালো দাম পাওয়া যায়। কিন্তু এবছর ছটপুজোর সময় আনারসের দাম রয়েছে প্রতি কেজি ২০-২২ টাকা। গতবছর এই দামটা ছিল ৪০ টাকার বেশি। ভরা মরশুমেও এবার মাত্র ১০-১২ টাকা কেজি দরে আনারস বিক্রি করেছেন চাষিরা।

    কালাগছের আনারস চাষি রাকেশ রায় বলেন, ভরা মরশুমে তেমন দাম পাওয়া যায়নি। আশা করেছিলাম, ছটপুজোয় ভালো দাম পাব। ট্রাকে ট্রাকে আনারস বাইরে যাচ্ছে। কিন্তু  দাম তেমন নেই।

    চোপড়া ব্লকের মাঝিয়ালি, হাপতিয়াগছ, চোপড়া ও সোনাপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় সবথেকে বেশি আনারস চাষ হয়। কালাগছ ও ভৈষপিটা থেকে সারাবছর ট্রাকে ট্রাকে ভিনরাজ্যে আনারস পাঠানো হয়। সম্প্রতি আনারসের চাহিদা বেড়েছে। এলাকার চাষিরা পাইকারি প্রায় ২০ টাকা কেজি দরে আনারস বিক্রি করছেন। 

    কালীপুজোর দু’তিন দিন আগে থেকেই গাড়িভর্তি আনারস বাইরে পাঠানো শুরু হয়। ছটপুজোর এক-দু’দিন আগে এলাকার বাজারেও আনারসের চাহিদা বেড়ে যায়। চাহিদা থাকায় চাষিরা মরশুমের কিছুটা ঘাটতি পুষিয়ে নিতে পারছেন। চাষি ফেরাজুল ইসলামের কথায়, এখন অফ-সিজন। তবে এবার ভরা মরশুমেও ভালো দাম পাওয়া যায়নি। তার তুলনায় এই মুহূর্তে কেজি প্রতি ১০ টাকা বেড়েছে। কিন্তু এই দামও অনেক কম গতবছরের তুলনায়। 

    দৌলতগছের আনারস চাষি প্রদীপ সিংহ বলেন, এবারে আনারসের দাম গতবছরের তুলনায় অনেকটাই কম। আনারস ব্যবসায়ী মাসুরাম সিংহ, ইসারুল হক বলেন, সারাবছর চাহিদা থাকলেও ছটের আগে ভিনরাজ্যে বেশি করে আনারস যাচ্ছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)