• বিপর্যয়ের ক্ষত স্পষ্ট, নির্বিঘ্নে ছট আয়োজনে তোর্সাপাড়ে গঙ্গাপুজো
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: বিপর্যয় পরবর্তীতে সুষ্ঠুভাবে ছটপুজো সম্পন্ন করার লক্ষ্যে এবারই প্রথম তোর্সার পাড়ে গঙ্গাপুজো দেওয়া হল। কোচবিহার পুরসভার পক্ষ থেকে শনিবার দুপুরে ফাঁসিরঘাটে রীতিমতো পুরোহিত দিয়ে পুজো করা হয়। উপস্থিত ছিলেন পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, ভাইস চেয়ারপার্সন আমিনা আহমেদ সহ অন্যান্য কাউন্সিলার। 

    গত ৪ অক্টোবর বিপর্যয়ে তোর্সা এমনভাবে ফুলেফেঁপে উঠেছিল যা রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল। কীভাবে তোর্সার পাড়ে ছটপুজো হবে তা নিয়ে উদ্বেগে ছিল পুরসভা। পরিদর্শনে যান চেয়ারম্যান। তবে সেই জল নেমে যেতেই তোর্সার চর বেরিয়ে আসে। শুরু হয় ছটপুজোর প্রস্তুতি। প্রতিবছরের মতো এবারও পুরসভা তোর্সার উপর বাঁশের সাঁকো তৈরি করার কাজ শুরু করে। যার উপর দিয়ে নদীর চরে পৌঁছতে পারবেন ছটব্রতীরা। পাশাপাশি ছটের ঘাট নির্মাণের কাজও শুরু হয়েছে। প্রসঙ্গত, কোচবিহারে ছটপুজোয় শামিল হন প্রায় ৫০ হাজার মানুষ। এই বিপুল ভিড় সামাল দিতে প্রশাসনিক ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে। 

    কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ বলেন, ছটপুজোর আগে এবারই প্রথম আমরা ঘাটে গঙ্গাপুজো করলাম। দুর্যোগে তোর্সার পাড়ে ছটপুজো করা নিয়ে উদ্বেগে ছিলাম। কারণ, এখানে বিপুল সংখ্যক মানুষের সমাগম হয়। অবশেষে জল নেমে চর বেরিয়ে আসায় পুজো হচ্ছে। তাই এবারই প্রথম গঙ্গাপুজো করা হল। তোর্সার চরে তিনটি সাঁকো তৈরি হয়েছে। এছাড়াও শহরে আরও দু’টি ঘাট তৈরি করা হয়েছে।  নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)