বর্জ্য সংগ্রহ অনিয়মিত, ক্ষোভ দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে
বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প নিয়ে ক্রমশ ক্ষোভ বাড়ছে হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দৌলতপুর গ্রাম পঞ্চায়েতে। এলাকার বর্জ্য নিয়মিত পরিষ্কার না হওয়ায় প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন। দু’বছর আগে দুবোল মাঠে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পের পরিকাঠামো তৈরি হয়েছিল। পরিকল্পনা ছিল, এলাকার বাজার সহ বিভিন্ন বুথ থেকে বর্জ্য সংগ্রহ করা। স্থানীয়দের অভিযোগ, কয়েকমাস বর্জ্য সংগ্রহ হলেও এখন আর নিয়মিত হয় না। বাজার সহ যেখানে-সেখানে আবর্জনা জমে রয়েছে। দুর্গন্ধ ছড়াচ্ছে। কয়েকমাস আগে বর্জ্য প্রক্রিয়াকরণের জন্য তৈরি ঘরের টিনের চালও ঝড়ে উড়ে গিয়েছে। মেরামতের কোনও উদ্যোগ নেই গ্রাম পঞ্চায়েতের। পঞ্চায়েত প্রধান মাধবী দাস বলেন, বিষয়টি ব্লক প্রশাসনকে জানিয়েছি।
প্রশাসন সূত্রে খবর, প্রায় সাড়ে আট লক্ষ টাকায় প্রকল্পটি চালু হয়। উদ্বোধনের পর থেকে বর্জ্য সংগ্রহও শুরু হয়। বর্জ্য সংগ্রহ করতে ব্যাটারি চালিত গাড়িও এলাকায় নামানো হয়। কিন্তু এখন আর নিয়মিত জঞ্জাল সাফাই হয় না। স্থানীয় বাসিন্দা মসিউর রহমান বলেন, বছর খানেক ধরে প্রকল্পটি বন্ধ হয়ে রয়েছে। গ্রামের আবর্জনা সংগ্রহের জন্য কোনও গাড়িও আসে না। যেখানে-সেখানে আবর্জনা জমে রয়েছে। গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানিয়েছিলাম। কিন্তু কোনও হেলদোল নেই।
পঞ্চায়েত প্রধান বলেন, পঞ্চায়েত থেকে দুটি ব্যাটারি চালিত গাড়ি চলত। ব্যাটারি নষ্ট হয়ে গিয়েছে। ব্লক থেকে একটি গাড়ি এনে কাজ করছি। পঞ্চায়েতের ২০ টি সংসদে একটি গাড়ি নিয়মিত যেতে পারে না। তাই আবর্জনাও নিয়মিত সংগ্রহ করা যাচ্ছে না।
দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। নিজস্ব চিত্র