• গম্ভীরা মুগ্ধ করল ইতালির পর্যটকদের, বাধা হল না ভাষা
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, মালদহ: ইংলিশবাজারে এসে গম্ভীরা উপভোগ করলেন সুদূর ইতালির একদল পর্যটক। মালদহের এই বিখ্যাত সাংস্কৃতিক ঐতিহ্যের বিভিন্ন বিষয় খুঁটিয়ে জেনে নেন তাঁরা। এই পর্যটকদের মাধ্যমে ইউরোপের বাসিন্দাদের কাছে কিছুটা হলেও মালদহের গম্ভীরা পরিচিতি পাবে বলে আশাবাদী শিল্পী ও গবেষক বাবলু মণ্ডল। পাশাপাশি, মালদহের লোক সংস্কৃতির এই ঐতিহ্যকে আন্তর্জাতিক মহলে পৌঁছে দিতে আরও কিছু পরিকল্পনা করছেন বলে জানিয়েছেন এই স্কুল শিক্ষক গম্ভীরা শিল্পী।

    বাবলু জানান, গম্ভীরার জনপ্রিয়তা ও প্রসারের লক্ষ্যে শুক্রবার রাতে ইংলিশবাজারের ফতেপুরে একটি অনুষ্ঠান ও উৎসবের আয়োজন করেন তিনি ও তাঁর সংস্কৃতি গোষ্ঠী। ওই গম্ভীরা গবেষণা উৎসবে হাজির হয় ইতালির বাসিন্দা আলসেন্দ্রো সিনেমতির নেতৃত্বাধীন পাঁচজনের একটি পর্যটক দল। কলকাতার একটি বেসরকারি পর্যটন সংস্থার মাধ্যমে রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্পর্কে প্রাথমিক ধারণা নিচ্ছেন তাঁরা।

    একমাসের ভারত সফরের তাঁরা ওই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে পরিচিত হওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। পাঠানো তালিকার মধ্যে বেছে নেন গম্ভীরাকে। বাবলুকে আলসেন্দ্রো জানান, এই লোকশিল্পের মাধ্যমে মানুষের আওয়াজ তুলে ধরা সম্ভব বলে তাঁদের মনে হয়েছে। তাই তাঁরা গম্ভীরা নিয়ে আগ্রহী। 

    শুক্রবার মালদহে পৌঁছে সন্ধ্যায় ওই শিক্ষক এবং গবেষক পর্যটকরা চলে যান ফতেপুরে। বাঙালি কায়দায় বরণ করা হয় তাঁদের। সেখানে গভীর আগ্রহ নিয়ে গম্ভীরা দেখেন তাঁরা। ভাষাগত সমস্যা হলেও আপ্রাণ চেষ্টা করেন গম্ভীরার মূল সুর ও উপস্থাপনাকে বোঝার। নোটও নেন তাঁরা।

    বাবলু বলেন, গম্ভীরা দেখে খুশি হয়েছেন পর্যটকরা। তাঁরা বিদেশে গম্ভীরা সম্পর্কে বললে আমাদের সংস্কৃতি আরও ছড়িয়ে যাবে।

    উৎসবে গবেষক পতিতপাবন চৌধুরী, লোকশিল্পী আর্য বন্দ্যোপাধ্যায়, শিক্ষক মহিদুল ইসলাম, ইতিহাস গবেষক শুভাশীষ সেন সহ অন্যরা ছিলেন।
  • Link to this news (বর্তমান)