• শিলিগুড়ি পুরসভার সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসকের অভাব, মানলেন মেয়র
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, শিলিগুড়ি: সাধারণ রোগের চিকিৎসা পরিষেবা হাতের নাগালের মধ্যে দিতে চালু হয়েছে সুস্বাস্থ্য কেন্দ্র। শিলিগুড়ি পুরসভায় এরকম ১৩টি সুস্বাস্থ্য কেন্দ্র রয়েছে। নিয়ম মতো আশা ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে গেলেও  অধিকাংশ কেন্দ্রে ডাক্তারের দেখা মেলে না। ডাক্তারের অভাবে এলাকার বাসিন্দারা চিকিৎসা পরিষেবা পেতে হয়রান হচ্ছেন। শনিবার মেয়র গৌতম দেবকে এই অভিযোগ জানিয়েছেন চয়নপাড়ার এক বাসিন্দা। 

    তাঁর অভিযোগ, চয়নপাড়া এলাকায় থাকা সুস্বাস্থ্য কেন্দ্রে বৃদ্ধ-বৃদ্ধারা অনেক কষ্ট করে যাচ্ছেন। কিন্তু নিয়মিত ডাক্তার না থাকায় তাদের বিনা চিকিৎসায় ফিরে যেতে হচ্ছে। এর প্রেক্ষিতে মেয়র জানান, ডাক্তারের অভাবের জন্যই সুস্বাস্থ্য কেন্দ্রগুলিতে চিকিৎসা পরিষেবায় কিছু ক্ষেত্রে বিঘ্ন ঘটছে। যে ডাক্তারদের নিয়োগ করা হয়েছিল তাঁদের অনেকেই উচ্চশিক্ষার জন্য কাজ ছেড়ে দিয়ে চলে গিয়েছেন। কিছু অবসরপ্রাপ্ত চিকিৎসক নিয়োগ করা হয়েছিল। কিন্তু তাতেও সমস্যা মিটছে না। চিকিৎসকের শূন্যপদ পূরণের জন্য তিনি পুরসভার আধিকারিকদের দার্জিলিং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে কথা বলার নির্দেশ দেন।  শিলিগুড়ি পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পরিষদ সদস্য দুলাল দত্ত বলেন, মোট ১৩ টি সুস্বাস্থ্য কেন্দ্র খোলা হয়েছে।  সুস্বাস্থ্য কেন্দ্রের পাশাপাশি পুরসভার অন্যান্য যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেখানেও চিকিৎসকের অভাব রয়েছে। ওবিসি নিয়ে মামলা চালায় এতদিন নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল। সম্প্রতি আদালতের যে রায় বেরিয়েছে তাতে নিয়োগ প্রক্রিয়ার জটিলতা কেটে গিয়েছে। আমরা শীঘ্রই  নতুন চিকিৎসক নিয়োগের ব্যাপারে আলোচনায় বসব।
  • Link to this news (বর্তমান)