• বাঁকুড়ায় নদনদীতে জল বেশি ছটপুজো উপলক্ষে বিশেষ সতর্কতা
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: দামোদর, দ্বারকেশ্বর সহ বাঁকুড়া জেলার বিভিন্ন নদনদীতে জল বেশি রয়েছে। তাই জেলায় ছটপুজোর জন্য বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। কিছু এলাকায় নদীতে স্পিডবোটে নজরদারিও চালানো হবে।

    বড়জোড়া ব্যারেজের কাছে দামোদর নদে জল বেশি আছে। তাই সেখানে নদের ডান তীরে ছটপুজোয় নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। তবে দুর্গাপুরের দিকে বাম তীরের বিভিন্ন ঘাটে পুজো করা যাবে। এক পুলিশ আধিকারিক বলেন, মেজিয়া থেকে বিষ্ণুপুর অবধি দামোদর লাগোয়া বিভিন্ন থানা এলাকায় নজরদারি চলবে। ডিএসপি পদমর্যাদার আধিকারিকের নেতৃত্বে সিভিল ডিফেন্স ও বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। তবে পুলিশ-প্রশাসনের পাশাপাশি পুণ্যার্থী তথা অবাঙালি সমাজের তরফেও কমিটি গঠন করে ছটপুজো পরিচালনা করলে ভালো হয়।

    শনিবার বাঁকুড়া পুরসভার চেয়ারপার্সন অলকা সেনমজুমদার সদর থানার আধিকারিকদের নিয়ে শহরের লোকপুরে দ্বারকেশ্বর নদের ঘাট পরিদর্শন করেন। তিনি বলেন, অন্য বছরের তুলনায় এবার দ্বারকেশ্বর নদে বেশি জল রয়েছে। তাই দুর্ঘটনা এড়াতে ছটপুজোর সময় নজরদারি চালানো হবে। এদিন পুলিশের সঙ্গে বিভিন্ন ঘাট ঘুরে দেখেছি। ঘাটে পুণ্যার্থীদের জন্য শৌচাগার, পোশাক বদলের জায়গা থাকবে।

    বাঁকুড়া শহরের গন্ধেশ্বরী নদীর সতীঘাট, দ্বারকেশ্বরের একাধিক জায়গায় নদীর পাড়ে ঘাট তৈরি করে ছটপুজো করা হয়। এবার নদীর জলস্তর বেশি থাকায় পুণ্যার্থীদের সমস্যার আশঙ্কা রয়েছে। তবে যথাযথ ব্যবস্থা নেওয়ায় কোনও সমস্যা হবে না বলেই পুর কর্তৃপক্ষ আশাবাদী। পুরসভার তরফে এসমস্ত ঘাটে পর্যাপ্ত আলো ও অন্য পরিকাঠামোর ব্যবস্থা করা হচ্ছে। পুণ্যার্থীরাও নিজেদের উদ্যোগে ঘাটে স্নানঘর সহ অন্য ব্যবস্থা করেছেন।

    ভিনরাজ্য থেকে আসা বহু মানুষ বাঁকুড়ায় স্থায়ীভাবে বসবাস করেন। তাঁদের অনেকেই ছটপুজো করেন। তাঁদের পাশাপাশি জেলার সমস্ত সম্প্রদায়ের মানুষই ছটপুজো ঘিরে আনন্দে মেতে ওঠেন। এবার পরপর নিম্নচাপের জেরে টানা বৃষ্টি ও বর্ষা দীর্ঘস্থায়ী হওয়ায় বাঁকুড়ার নদনদীতে বেশি জল রয়েছে। তাই ছটপুজোকে কেন্দ্র করে প্রশাসন আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে। বিপর্যয় মোকাবিলা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে ঘাটে ঘাটে কড়া নজরদারি থাকবে।
  • Link to this news (বর্তমান)