• ডাকাতির লক্ষ্যে জড়ো হওয়া ৬ দুষ্কৃতী ধৃত, উদ্ধার ২ আগ্নেয়াস্ত্র, ধৃতদের তৃণমূল যোগ, রানাঘাটে সরব বিরোধীরা
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার। শুক্রবার গভীর রাতে রানাঘাট শহরের এক নম্বর ওয়ার্ড থেকে আগ্নেয়াস্ত্র সহ ছ’ জনকে আটক করেছে রানাঘাট থানার পুলিশ। ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল ওই দুষ্কৃতীরা। ধৃতদের মধ্যে আবার বেশ কয়েকজন তৃণমূল ঘনিষ্ঠ। ফলে গ্রেফতারির পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। 

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ৭ মিমি পিস্তল ও একটি রিভলভার। সূত্রের খবর, তারা শহরের সড়কপাড়া অঞ্চলে ডাকাতির ছক কষছিল। যদিও খবর পেয়ে সেই ছক বানচাল করে পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, ধৃতদের নাম শ্রীবাস কর্মকার, অরিজিৎ কর্মকার, দেবাশিস কর্মকার, রাহুল কর্মকার, রানা কর্মকার এবং অমিত কর্মকার নামে বছর সতেরোর এক নাবালক। সকলেই রানাঘাট থানা এলাকার বাসিন্দা। শহর থেকে অনতিদূরে হরধাম এলাকায় একই পাড়ার বাসিন্দা প্রত্যেকেই। স্থানীয় সূত্রের দাবি, ধৃতদের মধ্যে কয়েকজন তৃণমূলের ঘনিষ্ঠ বলে পরিচিত।

    এছাড়াও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধৃত শ্রীবাস কর্মকার পায়রাডাঙ্গা পঞ্চায়েতের তৃণমূল সদস্য প্রহ্লাদ কর্মকারের ঘনিষ্ঠ। যদিও প্রহ্লাদবাবুর বক্তব্য, শ্রীবাস আমার নির্মাণ ব্যবসার কাজে যুক্ত ছিল। ব্যক্তিগতভাবে সে কী করেছে, তা আমি জানি না। তবে যাদের ধরা হয়েছে, তারা আগে থেকে দলের সঙ্গে যুক্ত ছিল, এটা সত্য।

    অন্যদিকে, ঘটনার পর নিজেদের থেকে দূরত্ব বজায় রেখেছে তৃণমূল নেতৃত্ব। পায়রাডাঙা অঞ্চল তৃণমূলের সভাপতি তাপস বিশ্বাস বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা আমাদের দলের কেউ নয়। দল কখনওই অসামাজিক কাজকর্ম বরদাস্ত করে না। দলের কোনও কর্মকাণ্ডে আমি তাদের দেখেছি বলে মনে পড়ে না। 

    অবশ্য সুযোগের সদ্ব্যবহার করতে ছাড়ছে না বিজেপি। তারা ঘুরিয়ে অবশ্য তৃণমূলের দিকেই আঙুল তুলেছে। নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সহ-সভাপতি সোমনাথ করের কটাক্ষ, রাজ্যের যে জায়গায় অপরাধ হচ্ছে, সেখানেই তৃণমূলের ছায়া পড়ছে। এটা এখন চিরন্তন সত্য হয়ে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় পুলিশ একটি ডাকাতির মামলার রুজু করে তদন্ত শুরু করেছে।
  • Link to this news (বর্তমান)