এনআইএ মামলায় তৃণমূল নেতাকে জেলে পাঠানোর হুমকি পদ্ম নেতার, ময়নায় ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে
বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, তমলুক: ‘বিধানসভা ভোটের আগে ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাজাহান আলিকে এনআইএ কেসে জেলে পুরবই’। এই হুমকি দিয়েছেন বিজেপি নেতা তথা জেলা পরিষদ সসদ্য উত্তম সিং। শনিবার বিজেপির ময়না-১ মণ্ডল কমিটির আয়োজনে বলাইপণ্ডায় বিজয়া সম্মিলনিতে উপস্থিত বিধায়ক অশোক দিন্ডা, জেলা পরিষদের বিরোধী দলনেতা বামদেব গুছাইতের উপস্থিতিতে তিনি এই মন্তব্য করেন। বাকচা পঞ্চায়েতের ওই বিজেপি নেতা আরও বলেন, আমাদের পার্টির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার স্মরণসভায় আমি ঘোষণা করেছিলাম, তৃণমূল নেতা অমিতাভ ভঞ্জ এবং সুজিত করকে এনআইএ কেসে জেলে ঢোকাব। তারা এনআইএর হাতে ধরা পড়েছে। আজ, এই বিজয়া সম্মিলনির মঞ্চ থেকে ঘোষণা করে যাচ্ছি, এনআইএ কেসে ষড়যন্ত্রকারী হিসেবে শেখ শাজাহান আলিকে জেলে পুরবই। সেটা বিধানসভা ভোটের আগেই হবে।
ভোট এলেই সিবিআই, ইডি এবং এনআইএর সক্রিয়তা বাড়ে। পূর্ব মেদিনীপুরেও এরআগে একাধিকবার এই ঘটনা ঘটেছে। ভূপতিনগর থানার নাড়ুয়াবিলায় বিস্ফোরণ, এগরায় উত্তর পদ্মা গ্রামে বিজেপি কর্মী জন্মেঞ্জয় হাজরা খুন এবং নন্দীগ্রাম-১ ব্লকের চিল্লগ্রামে বিজেপি কর্মী খুনের ঘটনায় কেন্দ্রীয় এজেন্সি ভোটের মুখেই বারবার অতিসক্রিয় হয়ে ওঠে। ভোটের মুখেই তৃণমূল নেতাদের ধরপাকড় করা হয়েছে।
প্রসঙ্গত, ২০২৩সালে ১মে ময়না থানার বাকচা পঞ্চায়েতের অধীন গোড়ামহাল গ্রামে খুন হন বিজয়কৃষ্ণ ভুঁইয়া। তিনি বিজেপির বুথ সভাপতি ছিলেন। ওই খুনের ঘটনায় ৩৫জন তৃণমূল নেতা-কর্মীর বিরুদ্ধে এফআইআর হয়েছিল। মামলার তদন্তভার পেয়েছে এনআইএ। বেশ কয়েকজন জেলে আছেন। তবে, আগামী বিধানসভা ভোটে ময়নায় জেতার জন্য ওই মামলাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে বলেছে বিজেপি। এদিন বিজেপির ময়না-৩ মণ্ডল সভাপতি তথা জেলা পরিষদ সদস্য উত্তম তারই ইঙ্গিত দিয়ে রাখলেন বলে অনেকে মনে করছেন।
এদিন বিধায়ক অশোক দিন্ডা বলেন, আমার কাছে যা তথ্য আছে তাতে এসআইআর হলে ময়না বিধানসভায় ১২-১৫হাজার ভোটারের নাম বাদ যাবে। এখানে ১১-১২হাজার মৃত ভোটার আছে। এছাড়া, বসন্তচক এলাকায় সাড়ে তিনশো পরিবারের সদস্যদের দু’জায়গায় ভোটার তালিকায় নাম আছে। তাঁরা ময়নার ভোটার, আবার তাঁরা ওড়িশারও ভোটার। তাঁদের নাম বাদ যাবেই। আমি ইন্টারন্যাশনাল প্লেয়ার। আমার কাছে সব খবর থাকে।
এরআগের বিজেয়া সম্মিলনিতে নিজেকে ২০২৬সালের ময়না বিধানসভার প্রার্থী হিসেবে ঘোষণা করেছিলেন অশোক। শনিবার এই প্রসঙ্গ তুললেও পার্টির সিদ্ধান্তের উপর ছেড়ে দেন। তিনি বলেন, আমি এরআগে নিজের ইচ্ছার কথা জানিয়েছি। কিন্তু, প্রার্থী হওয়া নিয়ে সিদ্ধান্ত নেবে দল। দলের ঊর্ধ্বে কেউ নন।