• আজ বারাসতে সভা তৃণমূলের, ডাক না পেয়ে ক্ষুব্ধ একাংশ
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: আজ, রবিবার বিকেলে বারাসত ২ নম্বর ব্লক তৃণমূলের পক্ষ থেকে প্রতিবাদ সভার ডাক দেওয়া হয়েছে। প্রথমে এই সভা পাকদহ মাঠে হওয়ার কথা ছিল। কিন্তু, রাতারাতি সভাস্থল বদল করে তৃণমূল নেতৃত্ব জানায়, সভা হবে গোলাবাড়ি বাজার লাগোয়া মাঠে। এই সভায় উপস্থিত থাকবেন জেলাস্তরের নেতারা। তবে, এই সভায় ডাক না পাওয়ার অভিযোগ তুলেছেন ব্লকের সিংহভাগ নেতা। ফলে, দলীয় কর্মসূচি ঘিরে দলের অন্দরের ফাটল ফের প্রকাশ্যে এসেছে বলেই দাবি ওয়াকিবহাল মহলের। যদিও, এই অভিযোগ মানতে নারাজ ব্লকের নেতৃত্ব। আজ সভাকে কেন্দ্র করে নতুন কোনও বিতর্ক হয় কি না, সেটাই দেখার। বেশ কয়েকদিন ধরেই বারাসত ২ নম্বর ব্লকের কমিটি নিয়ে তৃণমূলের অসন্তোষ প্রকাশ্যে এসেছে। মঞ্চ বেঁধে এই কমিটি বাতিলের দাবিতে সরব হয়েছেন দলের সিংহভাগ নেতা-কর্মীরা। এ নিয়ে চাপানউতোর চলছে। সেই আবহে ‘শক্তি প্রদর্শনের’ জন্য রবিবার এসআইআর-এর বিরোধিতায় সভা করার সিদ্ধান্ত নেন ব্লকের নেতারা। শুক্রবার বিধায়ক সহ নেতৃত্ব ফলাও করে ঘোষণা করেন, পাকদহ মাঠে হবে বিজেপি বিরোধী সভা। সেই মতো মাঠ পরিদর্শনও করে নেতৃত্ব। কিন্তু শনিবার হঠাৎই সভাস্থল পরিবর্তন করে নেতৃত্ব। সূত্রের খবর, এর পিছনে রয়েছে দলের বিক্ষুব্ধ অংশের অদৃশ্য চাপ! এই কর্মসূচিতে ডাক না পাওয়ায় দলের একাংশ ক্ষুব্ধ। বর্ষীয়ান তৃণমূল নেতা মানস ঘোষ বলেন, এই সভার বিষয়ে আমাদের সিংহভাগ নেতাকে কিছুই জানানো হয়নি। কেন, তা আমরা জানি না। আসলে আমরা ব্লক কমিটি নিয়ে বিরোধিতা করায় হয়তো আমাদের আমন্ত্রণ জানানো হয়নি। এ নিয়ে হাড়োয়ার বিধায়ক রবিউল ইসলাম বলেন, সবাইকে ব্লক নেতৃত্ব আমন্ত্রণ জানিয়েছে। সবাই আসবেন। মাঠ বদলের প্রসঙ্গে বিধায়কের দাবি, কেউ আপত্তি করেননি। আসলে প্রচুর কর্মী জমায়েত হবেন। পাকদহের মাঠটি ছোট, তাই বড়ো মাঠে সমাবেশ করার কথা ভাবা হয়েছে। এখানে গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা থাকবে।
  • Link to this news (বর্তমান)