• ঝড়ে উড়েছে বাতিস্তম্ভের আলো, দুর্ভোগে বাসিন্দারা
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, কল্যাণী: গ্রামের এই রাস্তাটিতে রয়েছে সুউচ্চ বাতিস্তম্ভ। কিন্তু তাতে এখন নেই কোনও আলো। দুর্ভোগে চাকদহ ব্লকের চান্দুরিয়া এলাকার বাসিন্দারা। ওই রাস্তার পাশে চাকদহ থানার শিবতলা ঘাট। তারপরে বয়ে গিয়েছে ভাগীরথী নদী। নদীর অন্যদিকে হুগলি জেলার বাণেশ্বর ঘাট। ভোর থেকে রাত পর্যন্ত এখানে যন্ত্রচালিত বড় নৌকা চলে। ওই রাজ্য সড়ক ব্যবহার করে দুই জেলার মানুষ নদীর ঘাটে পৌঁছে নৌকার মাধ্যমে পারাপারও করেন। তাই সেই রাস্তার অন্ধকার দূর করতে পঞ্চায়েতের তরফে রাস্তার ধারে উচ্চ বাতিস্তম্ভ বসানো হয়েছিল। কিন্তু সেই স্তম্ভের হ্যালোজেন বাতিগুলো দুর্গাপুজোর আগে ঝড়ের সময়ে ভেঙে উড়ে চলে গিয়েছে। তারপর থেকেই দীর্ঘদিন ধরে অন্ধকার ওই এলাকা।

    এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা অমিত সাহা বলেন, রাতে রাস্তাটি ফাঁকা হয়ে যায়। ওই বাতিস্তম্ভের আলোগুলিও না জ্বলায় এলাকাটা অন্ধকার হয়ে থাকে। ফলে তখন যাতায়াত করতেও রীতিমতো ভয় লাগে। এই আলোগুলি দ্রুত ঠিক করে দিলে ভালো হয়। অন্যদিকে, চান্দুরিয়া ২ পঞ্চায়েতের প্রধান পম্পা চৌধুরী বিশ্বাস বলেন, সম্প্রতি ঝড়ে ওই বাতিস্তম্ভের আলোগুলি খুলে গিয়েছে। সেটা সারানো জন্য বলাও হয়েছ। আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে।
  • Link to this news (বর্তমান)