নিজস্ব প্রতিনিধি, হাওড়া: সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে তোলা গুরুত্বপূর্ণ। কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল জমির জট। কোনও পঞ্চায়েতে জমির অভাব, আবার কোথাও জমি থাকলেও একাধিক পদ্ধতিগত ত্রুটির কারণে বারবার পিছিয়ে আসতে হচ্ছিল। অবশেষে সব সমস্যা মিটিয়ে প্রতিটি পঞ্চায়েতের জন্য সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট তৈরিতে জোর দিচ্ছে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি। ব্লকের ১৪টি পঞ্চায়েতের জন্যই আলাদা আলাদা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি হতে চলেছে।
জানা গিয়েছে, জগৎবল্লভপুর ব্লকের ১৪টি পঞ্চায়েতের মোট সাতটি এলাকায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরি হচ্ছে। এর মধ্যে শংকরহাটি ২ নম্বর ও পাতিহাল পঞ্চায়েতে তৈরি হবে বড় দু’টি প্রকল্প। সেখানে একসঙ্গে ন’টি পঞ্চায়েতের আবর্জনা এনে ফেলা হবে। বাকি পাঁচটি পঞ্চায়েতের প্রতিটিতে তৈরি হবে আলাদা আলাদা কেন্দ্র। শংকরহাটি ২ নম্বর কেন্দ্রে শংকরহাটি-১ ও ২, জগৎবল্লভপুর-১ ও ২ এবং মাজু পঞ্চায়েতের কঠিন বর্জ্য ব্যবস্থাপনার কাজ হবে। পাশাপাশি, পাতিহাল কেন্দ্রে বড়গাছিয়া-১ ও ২, পাতিহাল ও শিয়ালডাঙা পঞ্চায়েতের কাজ হবে। এরমধ্যে শংকরহাটি-২ কেন্দ্রে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প তৈরির কাজ শেষ পর্যায়ে। দ্রুত সেটি চালু করা হবে বলে জানিয়েছে জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতি। যদিও পাতিহাল কেন্দ্রটি চালু করতে খানিকটা সময় লাগতে পারে।
অন্যদিকে, ইসলামপুর, পোলগুস্তিয়া, হাঁটাল, লস্করপুর এবং গোবিন্দপুর পঞ্চায়েতে আলাদা আলাদা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কেন্দ্র গড়ে তুলতে উদ্যোগী হয়েছে পঞ্চায়েত সমিতি। এরমধ্যে হাঁটাল ও লস্করপুর কেন্দ্রের কাজ প্রায় শেষ। ইসলামপুর ও গোবিন্দপুর পঞ্চায়েতের জন্য ইতিমধ্যেই ডিপিআর জমা দেওয়া হয়েছে। তবে পোলগুস্তিয়া এলাকায় এখনও জমি না মেলায় সেখানে এসডব্লুএম কেন্দ্র তৈরিতে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে ইসলামপুর পঞ্চায়েতের সঙ্গেই এই এলাকার বর্জ্য ব্যবস্থাপনার কাজ যুক্ত করার চিন্তাভাবনা করছে পঞ্চায়েত সমিতি। আরও জানা গিয়েছে, শুধু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প গড়ে তোলাই নয়, রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনার স্তূপ দ্রুত সরিয়ে নিতেও ব্যবস্থা নেওয়া হবে। পথচলতি মানুষ যাতে ডাস্টবিন বা ঢাকনাযুক্ত ভ্যাটে আবর্জনা ফেলতে পারেন, সেই চিন্তাভাবনা করা হচ্ছে।