সোনারপুর-টালিগঞ্জে শব্দবাজির প্রতিবাদ করায় আক্রান্ত প্রতিবাদী
বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা ও কলকাতা: শব্দবাজির প্রতিবাদ করতে গিয়ে গত কয়েকদিনে রাজ্যে একের পর এক ব্যক্তি আক্রান্ত হয়েছেন। সেই সংখ্যা ক্রমশ বাড়ছে। এই তালিকায় নবতম সংযোজন টালিগঞ্জ ও সোনারপুর।
শুক্রবার রাতে টালিগঞ্জ থানা এলাকায় শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন আইনের এক পড়ুয়া। অভিযোগ, চার বছরের এক শিশুর সামনে চকোলেট বোম ফাটানো হয়। আওয়াজের দাপটে শিশুটি ভয়ে সিঁটিয়ে যায়। ওই পড়ুয়া এই দৃশ্য দেখে প্রতিবাদ করলে হিতে বিপরীত হয়। অভিযোগ, খানিক বাদেই দুষ্কৃতীরা তাঁর বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে। এমনকী, মহিলাদেরও শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় টালিগঞ্জ থানার পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে।
এদিকে, ওই রাতে সোনারপুরে চলছিল কালী প্রতিমার নিরঞ্জন। সেই সময়ে এক দম্পতি শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করলে তাঁরা কয়েকজন প্রতিবেশীর রোষানলে পড়েন। অভিযোগ, অভিযুক্তরা গৃহিনীর শ্লীলতাহানি করে। এখানেই থামেনি হামলাকারীরা। তারা এই বলে শাসিয়েছে যে, থানায় অভিযোগ করলে ধর্ষণ করা হবে মহিলাকে। আক্রান্ত মহিলা বলেন, বাড়ির বাইরে আমাদের ইলেকট্রিক স্কুটার রাখা ছিল। সেখানেই পাড়ার কিছু যুবক ও মহিলা চকোলেট বোম ফাটাচ্ছিল। অথচ ওদের বাড়ির সামনে অনেক জায়গা। আমরা বারণ করলেও তারা কথা শোনেনি। আমার স্বামী স্কুটারটি সরাতে গেলে, তাঁর পায়ের সামনে চকোলেট বোম ফাটানো হয়। তাতে পায়ে আঘাত পান তিনি। আমি প্রতিবাদ করলে ওরা আমাদের উপর চড়াও হয়। সেই ঘটনা ভিডিও করতে গেলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর আমাদের দু’জনকেই বেধড়ক মারধর করা হয়। কয়েকজন তাঁর শ্লীলতাহানি করে বলেও অভিযোগ করেন গৃহিনী।
দম্পতির চিৎকারে স্থানীয় ক্লাবের সদস্যরা ছুটে এলে পালিয়ে যায় অভিযুক্তরা। এরপর আহত স্বামীকে সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান স্ত্রী। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন তাঁরা। এই ঘটনার পর আতঙ্কে রয়েছেন আক্রান্ত দম্পতি। তাঁরা বলেন, অভিযুক্তরা আমাদের নামে পাল্টা কেস দেওয়ার নাম করে ভয় দেখানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে জানা গিয়েছে।
আগের দিন গড়িয়ার লক্ষ্মীনারায়ণ কলোনিতে বাজি ফাটানো নিয়ে বড়োসড়ো ঝামেলা হওয়ায় দু’পক্ষই নেতাজিনগর থানায় অভিযোগ দায়ের করেছে। সূত্রের খবর, উভয়পক্ষকে থানায় ডেকে পাঠানো হয়েছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।-নিজস্ব চিত্র