দত্তপুকুরে ধর্ষিতার বাড়িতে রাজ্য শিশু সুরক্ষা কমিশন
বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বারাসত: শনিবার দত্তপুকুরে ধর্ষিতা মূক ও বধির কিশোরীর বাড়ি গেল রাজ্য শিশু সুরক্ষা কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল। সদস্যরা কথা বলেন নির্যাতিতার পরিবারের সঙ্গে। পাশাপাশি ঘটনার তদন্তের অগ্রগতি ও অভিযুক্তের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে দত্তপুকুর থানার সঙ্গে কথা বলেন। এছাড়া এদিন প্রতিবন্ধী সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কান্তি গঙ্গোপাধ্যায় কিশোরীর বাড়ি যান। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন কান্তিবাবু।
গত রবিবার ওই কিশোরী বাড়ি থেকে বের হয়েছিল। রাতে বামনগাছির একটি বন্ধ ইটভাটা থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরিবার অভিযোগ জানায় পুলিশে। তারপর সাইফুল আলম নামে একজন গ্রেফতার হয়। এলাকায় থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ জানতে পারে সাইফুল সাইকেলে চাপিয়ে কিশোরীকে নিয়ে গিয়েছিল। তারপর ধর্ষণ করে। রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাস বলেন, ‘ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও পুলিশের উদ্যোগে নির্যাতিতা উদ্ধার হয়েছে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।’