নিয়োগপত্র ৭ দিনে? চাকরিহারা শিক্ষকদের একাংশের নথি যাচাই
বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার স্কুল সার্ভিস কমিশনে নথি যাচাইয়ে হাজির হয়েছিলেন ২০১৬ সালের নিয়োগ পরীক্ষায় চাকরিহারাদের একাংশ। যাঁরা আগে অন্যত্র কর্মরত ছিলেন। এদিন ৫৪৮ জনের খুঁটিনাটি নথি খতিয়ে দেখেন এসএসসির আধিকারিকরা। দপ্তর সূত্রে খবর, সাতদিনের মধ্যে তাঁদের নিয়োগের সুপারিশ দেওয়ার টার্গেট নেওয়া হয়েছে। অর্থাৎ, ১ নভেম্বর নিয়োগ সুপারিশ পাঠানো হতে পারে। যদিও ৩১ ডিসেম্বর পর্যন্ত এঁদের বর্তমান স্কুলে থাকার মেয়াদ রয়েছে।
তবে স্কুল বাছাইয়ে কাউন্সেলিংয়ের কোনও সম্ভাবনা নেই। যদিও বিকাশ ভবনের কর্তাদের দাবি, কমিশনের কাছে সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাদের যে তালিকা পাঠানো হয়েছে, সেখানে তাঁরা বর্তমানে যে স্কুলে কর্মরত, সেই মহকুমারও নাম লেখা আছে। তাই কাউন্সেলিং না হলেও এই ৫৪৮ জন শিক্ষক এখন যে সব স্কুলে কর্মরত, সেই পোস্টের সঙ্গে সমতা রেখে বিষয়, ক্যাটিগরি, লিঙ্গ এবং মাধ্যমের নিরিখে কাছাকাছি স্কুলে সুপারিশ করতে এসএসসি-র অসুবিধা হওয়ার কথা নয়। এসএসসি-র কাছে ২০২৫ সালে নিয়োগের জন্য ৩৫ হাজার ৭২৬টি স্কুলের বিষয়, ক্যাটিগরি, মাধ্যম এবং লিঙ্গ ভিত্তিক শূন্যপদ দেওয়া আছে। তাঁরা সেখান থেকেও নিয়োগ করতে পারে।