• আন্দোলনের হুঁশিয়ারি সিদ্দিকুল্লার
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এসআইআর নিয়ে বড় আকারের আন্দোলন শুরু করতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা। তাদের দাবি, কোনও বৈধ ভারতীয় নাগরিকদের নাম দেওয়া যাবে না। 

    শনিবার কলকাতার উর্দু অ্যাকাডেমিতে সংগঠনের রাজ্য কার্যনির্বাহী কমিটির অধিবেশন ছিল। তারপর জমিয়তে উলামার সভাপতি এবং রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তীব্র আক্রমণ করেন বিজেপিকে। বলেন, ‘বিজেপি এত মাতামাতি করছে কেন? ওরা মানুষকে ব্যতিব্যস্ত করে তুলতে চাইছে। রাজনৈতিক আবহাওয়া খারাপ করতে চাইছে। বিজেপি চেষ্টা করছে নাগরিকদের নাম বাদ দিতে। আমরা সবাইকে সতর্ক করার চেষ্টা করছি। বিজেপি কাগজের বাঘ। ওদের বিষদাঁত আছে। ওদের সঙ্গে মানুষ নেই।’ পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার পক্ষ থেকে জানানো হয়েছে, বুধবার জেলায় জেলায় বৈঠক হবে। সেখানে এসআইআর কী ও কেন সংক্রান্ত আলোচনা হবে। জেলায় পাঁচ সদস্যকে নিয়ে হবে কন্ট্রোল রুম। আইনজীবীদের নিয়ে ১১ সদস্যের টিমও করা হবে। প্রয়োজনে জয়েন্ট বিডিও, বিডিও, এসডিও, এডিএমের সঙ্গে যোগাযোগ করবে সংগঠন। এর পাশাপাশি মহল্লায়, গ্রামে হবে স্ট্রিট কর্নার। সিদ্দিকুল্লা বলেন, ‘মসজিদ শুধু নামাজ পড়ার জন্য নয়। সমাজ সচেতন করার জন্য। অন্যায় আবদার কিছুতেই মেনে নেওয়া হবে না। নির্বাচন কমিশন স্বশাসিত সংস্থা। এখন এসআইআর নতুন সংজ্ঞা তৈরি করছে। বিজেপি যেন মনে করছে তারাই ভারত।’ সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলাগুলিতে বৈঠকের পর ১০ দিনের মধ্যে সেই রিপোর্ট রাজ্য কমিটিতে জমা দিতে বলা হয়েছে। কলকাতার কর্মসূচি পরে ঘোষণা করা হবে। সিদ্দিকুল্লা বলেছেন, ‘নন্দীগ্রাম আন্দোলন আমরা করেছি। গ্রামে গ্রামে আন্দোলন জোরদার করলে কলকাতায় তিনদিনের মধ্যে ১০ লক্ষ মানুষের জমায়েত করতে সময় লাগবে না।’ বিজেপি বিদ্বেষ ছড়ায় অভিযোগ তুলে তাঁর বক্তব্য, ‘আমরা শরিফ, ভদ্র হিন্দু চাই। একটা অশুভ দুর্গন্ধ আসতে চলেছে। যাঁদের চোদ্দপুরুষ এখানে আছে, তাঁদের নাম কেন বাদ দেওয়া হবে?’
  • Link to this news (বর্তমান)