নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাইকে করে এসে মোবাইল ছিনতাই করে পালিয়েছিল দুই দুষ্কৃতী। গরফা থানা এলাকার নবীননস্কর ঘোষ রোডের ঘটনা। এতে জড়িত সন্দেহে মূল অভিযুক্ত মহম্মদ নাসিম ও তাঁর এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সেপ্টেম্বর মাসে। উত্তমকুমার দাস নামে এক ব্যক্তি স্ত্রীকে নিয়ে মেয়ের বাড়ি থেকে ফিরছিলেন। রাত সাড়ে আটটা নাগাদ তাঁরা নবীননস্কর ঘোষ রোডে পৌঁছন। তখন বাইকে করে এসে দুই দুষ্কৃতী উত্তমবাবুর স্ত্রীর গলার সোনার হার ছিনতাই করে পালায়। জানা যায়, এঁরা বিভিন্ন এলাকায় ছিনতাইয়ে যুক্ত। দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাঁরা এলাকায় এসেছেন খবর পেয়ে শুক্রবার তাঁদের গ্রেফতার করে পুলিশ। শনিবার ধৃতদের আদালতে তোলা হলে লিগাল এইডের আইনজীবী সৈকত রক্ষিত বলেন, দুই অভিযুক্তের কাছ থেকে কিছু উদ্ধার হয়নি। তাই তাঁদের জামিন দেওয়া হোক। সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, দুই অভিযুক্তের বিরুদ্ধে ছিনতাইয়ে জড়িত থাকার প্রমাণ মিলেছে। সওয়াল শেষে তাদের পুলিশি হেফাজতে পাঠায় আদালত।