• ক্রেডিট কার্ড প্রতারণার পুরো টাকাই ফেরালেন সাইবার সেলের গোয়েন্দারা
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ১ লাখ ১০ হাজার টাকার ক্রেডিট কার্ড প্রতারণা হয়েছিল। খোয়া যাওয়া সেই টাকার পুরোটাই ফিরিয়ে দিলেন কলকাতা পুলিশের নর্থ ডিভিশনের সাইবার সেলের গোয়েন্দারা। ২২ অক্টোবর সাইবার দুষ্কৃতীদের একটি দল নামী বেসরকারি ব্যাঙ্কের প্রতিনিধি পরিচয় দিয়ে জোড়াবাগানের বাসিন্দা এক ব্যক্তিকে প্রথমে ফোন করে। এরপর ফোনেই ক্রেডিট কার্ডের ‘রিওয়ার্ড পয়েন্ট’ ভাঙানোর লোভনীয় টোপ দেয় তারা। তার মাধ্যমেই ভুয়ো ওয়েবসাইটে ওই ব্যক্তিকে নিয়ে গিয়ে তাঁর ক্রেডিট কার্ডের নম্বর, সিভিভি’র মতো গোপন তথ্য হাতিয়ে নেয়। এরপরেই তারা ১ লক্ষ ১০ হাজার টাকা আত্মসাৎ করে বলে অভিযোগ।

    মোবাইলে টাকা খোয়া যাওয়ার মেসেজ পেতেই প্রতারিত হয়েছেন বলে বুঝতে পারেন ওই ব্যক্তি। তখন তিনি স্থানীয় জোনাবাগান থানার পাশাপাশি নর্থ ডিভিশনের সাইবার সেলে লিখিত অভিযোগ দায়ের করেন। 

    তদন্তে নেমে ৭২ ঘণ্টার মধ্যে নর্থ ডিভিশনের সাইবার সেলের গোয়েন্দা প্রিয়ঙ্ক মণ্ডলের নেতৃত্বে খোয়া যাওয়া পুরো টাকাই ফিরিয়ে দিয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, এই প্রতারণায় যুক্ত সাইবার দুষ্কৃতীদের গ্রেফতারের চেষ্টা করছে কলকাতা পুলিশের টিম।   
  • Link to this news (বর্তমান)