• ভাঙড়ে তৃণমূল কার্যালয়ে হামলা
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শনিবার রাতে ভাঙড়ের ঘটকপুকুরে তৃণমূলের কার্যালয়ে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। ভাঙড় থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, এই কার্যালয়টি তৃণমূল নেতা কাইজার আহমেদের বলেই পরিচিত। তিনি জানান, রাতে দুষ্কৃতীরা কার্যালয়ে ভাঙচুর করে। ভেতরে থাকা মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি ও ব্যানার নষ্ট করে দিয়েছে। বিভিন্ন নথি নিয়েও পালিয়েছে তারা। পুলিশকে তদন্ত করে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি।
  • Link to this news (বর্তমান)