• চাঁদা না দেওয়ায় ধারালো অস্ত্র দেখিয়ে ভয়, পুলিশ অফিসারের ছেলের মোবাইল, নগদ লুট, ধৃত ২
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজোর চাঁদা না দেওয়ায় এক পুলিশ অফিসারের ছেলের বাইক আটকে তাঁর মোবাইল ও নগদ লুটের অভিযোগ উঠেছে। ২০ অক্টোবর রাত ১২টা নাগাদ ঘটনাটি ঘটেছে। দুই অভিযুক্ত বিজয় পাল ও রাজ দেবনাথকে শুক্রবার রাতে চারু মার্কেট এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারীর বাবা হরিদেবপুর থানায় কর্মরত। সেই সুবাদে তিনি ওই এলাকায় পুলিশ আবাসনে থাকেন। ওই পুলিশকর্মীর ছেলে একটি সংস্থায় কর্মরত। ২০ অক্টোবর কাজ শেষে তিনি বাইকে করে বাড়ি ফিরছিলেন। তিনি লিখিত অভিযোগে জানিয়েছেন, রাত ১২টা নাগাদ তাঁর বাইকটি আটকে দু’জন কালীপুজোর চাঁদা দাবি করেন। তিনি দিতে রাজি না হওয়ায় তাঁকে ছুরি দেখিয়ে ভয় দেখানো হয়। অভিযোগকারীর দাবি, চাঁদা না দেওয়ায় ধারালো অস্ত্র এবং ভয় দেখিয়ে তাঁর মোবাইল এবং নগদ লুট করে দুষ্কৃতীরা। তার ভিত্তিতে পুলিশ লুটের মামলা 

    রুজু করেছে।

    ঘটনাস্থল থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। সেখান থেকে দুই অভিযুক্তকে চিহ্নিত করা হয়। ঘটনার পর তাঁরা পালিয়ে গিয়েছিলেন। শুক্রবার রাতে পুলিশের কাছে খবর আসে, তাঁরা এলাকায় এসেছেন। এরপরই পুলিশ সেখানে হানা দিয়ে তাঁদের গ্রেফতার করে। ধৃতদের জেরা করে লুট করা মোবাইল উদ্ধারের 

    চেষ্টা চলছে।
  • Link to this news (বর্তমান)