• তুলোর গোডাউনে ভয়াবহ আগুন গাইঘাটায়, আতঙ্ক
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদদাতা, বনগাঁ: তুলোর গোডাউনে বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে প্রবল আতঙ্ক ছড়াল গাইঘাটার দোগাছিয়ায়। সূত্রের খবর, শনিবার রাতে আচমকা আগুন ধরে যায় একটি তুলোর গোডাউনে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে। তীব্র আতঙ্ক ছড়ায় এলাকাজুড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। কিন্তু তুলো অতি দাহ্য পদার্থ হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয় দমকল কর্মীদের। আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রাও। প্রায় দু’ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতের খবর মেলেনি। 

    স্থানীয় সূত্রে আরও জানা গিয়েছে, দোগাছিয়ার বাসিন্দা ব্রজমোহন চট্টোপাধ্যায়ের বাড়ির সঙ্গেই তুলোর গোডাউন রয়েছে। শীতের মরশুমের আগে সেখানে প্রচুর পরিমাণ তুলো মজুত করা ছিল। এদিন রাত সাড়ে ১০টা নাগাদ গোডাউনে আগুন লাগে। কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা, তা খতিয়ে দেখছেন বনগাঁ দমকলের আধিকারিকরা। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)