• শুল্কবিভাগের অফিসারকে মার, ধৃত
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: শুল্কবিভাগের এক অফিসারকে মারধরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। আক্রান্তের নাম প্রদীপ কুমার। তিনি সোনারপুরের মেগাসিটির বাসিন্দা। জানা গিয়েছে, বুধবার রাতে বাড়ি ফেরার সময় এক অটোচালকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন তিনি। অভিযোগ, দুই পক্ষের মধ্যে মারপিট হয়। এরপর ওই চালক চলে যান। কিন্তু কিছুক্ষণ বাদে তিনি আরও কয়েকজনকে নিয়ে এসে চড়াও হন ওই অফিসারের উপর। তাতে আহত হন তিনি। বৃহস্পতিবার থানায় মারধরের অভিযোগ দায়ের করেন প্রদীপবাবু। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে আজিজুল গাজি নামে একজনকে শুক্রবার গ্রেফতার করা হয়েছে। তাঁর বাড়ি পোলঘাট এলাকায়। ঘটনায় আরও কেউ যুক্ত কি না, তার খোঁজ করছে পুলিশ।
  • Link to this news (বর্তমান)