• মোদীর ‘মন কি বাত’ অনুষ্ঠান, পঞ্চমীতে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় কেমন ভিড়? রবিবার কোন খবরে নজর?
    এই সময় | ২৬ অক্টোবর ২০২৫
  • রবিবার ভারতীয় সময় সকাল ১১টায় ‘মন কি বাত’ অনুষ্ঠান সম্প্রচার করা হবে। অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী এ দিন ২২তম এশিয়ান-ভারত শীর্ষ সম্মেলনে ভার্চুয়ালি যোগ দেবেন। শীর্ষ সম্মেলনটি মালয়েশিয়ার কুয়ালালামপুরে আয়োজিত হচ্ছে।

    আলোয় সেজে উঠেছে গোটা চন্দননগর। জগদ্ধাত্রী পুজোয় মেতে উঠেছে রাজ্যের মানুষ। বাড়তি আকর্ষণ থাকছে চন্দননগরে। পঞ্চমীর দিন থেকেই দর্শনার্থীদের ঢল নামার আশায় রয়েছেন পুজো উদ্যোক্তারা। নজর থাকবে সেই দিকে।

    পার্ক স্ট্রিট থানা এলাকার একটি হোটেল থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় শুক্রবার। মৃতের নাম রাহুল লাল (৩২)। তাঁর বাড়ি পিকনিক গার্ডেনে। গত ২২ অক্টোবর বিকেল ৫ টার সময় রাহুল ও তাঁর দুই সঙ্গী ওই হোটেলে যান এবং তাঁরা তিনতলার ৩০২ নম্বর রুম বুক করেন কয়েক ঘণ্টার জন্য। দুই সঙ্গীর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনায় শনিবার রাত পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

    মহারাষ্ট্রে মহিলা চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় তোলপাড় গোটা দেশ। ইতিমধ্যেই এই ঘটনায় অন্যতম অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। মহিলার পরিবারের তরফে একাধিক অভিযোগ তোলা হয়েছে। এই ঘটনার তদন্তে নজর থাকবে।

    বিশ্বকাপে নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে ভারতের মহিলা ক্রিকেট টিম। ভারত ইতিমধ্যেই সেমিফাইনালে উঠে গিয়েছে। ৩০ অক্টোবর সেমিফাইনালের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত।

  • Link to this news (এই সময়)