• বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘মান্থা’-র ভ্রূকুটি, জগদ্ধাত্রী পুজোয় কেমন থাকবে বঙ্গের আবহাওয়া?
    এই সময় | ২৬ অক্টোবর ২০২৫
  • বর্ষা বিদায় নিলেও নিম্নচাপ তৈরির বিরাম নেই। হাওয়া অফিসের পূর্বাভাস জগদ্ধাত্রী পুজোতেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সেই নিম্নচাপ থেকেই জন্ম নেবে ঘূর্ণিঝড় ‘মান্থা’, এমনটাই জানিয়েছে হাওয়া অফিস। ফলে আগামী সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

    আবহাওয়া দপ্তর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের অভিমুখ থাকতে পারে পশ্চিম উত্তর-পশ্চিম দিকে। মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে ল্যান্ডফল করতে পারে শক্তিশালী এই ঘূর্ণিঝড়। যার জেরে উত্তাল থাকবে সমুদ্র। ২৭ তারিখের পর থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের কৃষকদের পরামর্শ দেওয়া হয়েছে মাঠে পাকা ফসল থাকলে তা সোমবারের মধ্যে কেটে নেওয়ার। এ ছাড়াও, জল জমতে পারে নীচু এলাকাগুলিতে।

    রবির সকাল থেকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকলেও আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে ঘূর্ণিঝড় ল্যান্ডফলের সময়ে বৃষ্টি হতে পারে কলকাতায়।

    আজ রবিবার দক্ষিণবঙ্গের আকাশ আংশিক ভাবে মেঘলা থাকবে। তবে উপকূলের কাছাকাছি জেলাগুলিতে বিকেলের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

    মঙ্গলবার ছট পুজোর দিনও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। মঙ্গলবার বিকেল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। সঙ্গে উপকূলের জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে বইতে পারে দমকা ঝোড়ো বাতাস।

    রবিবার উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা প্রবল। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। কাল, সোমবার থেকে বুধবার বৃষ্টির সম্ভাবনা কম উত্তরবঙ্গে। তবে, বৃহস্পতি ও শুক্রবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা প্রবল। ভারী বৃষ্টি হতে পারে মালদা, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার ও কোচবিহারে।

  • Link to this news (এই সময়)