• Live: ফের অশান্ত ভাঙড়, ISF নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ
    এই সময় | ২৬ অক্টোবর ২০২৫
  • ভাঙড়ে ফের অশান্তি। শনিবার গভীর রাতে ভাঙড়ের শানপুকুর অঞ্চলের চণ্ডীহাট এলাকায় বোমাবাজির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, আইএসএফ বুথ সভাপতি ইছা মোল্লার বাড়ি লক্ষ্য করে দু'টি বোমা ছোড়া হয়। ঘটনায় বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হলেও হতাহতের কোনও খবর মেলেনি।

    জগদ্ধাত্রী পুজোতে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা, জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থিত ঘূর্ণাবর্ত রবিবার ভোরে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। তা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম এবং মধ্য বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যার অভিমুখ হতে পারে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক। ঘূর্ণিঝড়টির নাম হবে মান্থা, যা দিয়েছে থাইল্যান্ড।

    ফের একবার রাশিয়ার কাছ থেকে ভারতের খনিজ তেল কেনা নিয়ে বড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও একবার দাবি করলেন, ভারত মস্কোর থেকে তেল কেনা পুরোপুরি করে দেবে।

    ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় একটি সরকারি হাসপাতাল থেকে রক্ত নেওয়া পাঁচ শিশুর শরীরে ধরা পড়ল HIV ভাইরাস। আক্রান্তদের মধ্যে এক সাত বছরের থ্যালাসেমিয়া রোগীও রয়েছে। এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে। 

    শনিবার রাতে চেতলা ১৭এ/১৭বি বাস স্ট্যান্ডের সামনে ধারাল অস্ত্র দিয়ে এক ব্যক্তিকে খুন করার অভিযোগ উঠেছে। মৃতের নাম অশোক পাসওয়ান (৪২)। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। 

    ভাঙড়ে তৃণমূল কংগ্রেস নেতা কাইজার আহমেদের পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ। গুরুত্বপূর্ণ নথি লুঠ করার অভিযোগ তৃণমূল নেতার। ঘটনাস্থলে ভাঙড় থানার পুলিশ।

  • Link to this news (এই সময়)