অস্ত্র বিক্রি করতে যাওয়ার পথে বারুইপুর থানার হাতে গ্রেফতার এক দুষ্কৃতী
বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
সংবাদদাতা, বারুইপুর: অস্ত্র বিক্রি করতে যাওয়ার পথে বারুইপুর থানার পুলিশের হাতে গ্রেফতার এক দুষ্কৃতী। বারুইপুরের বেতবেড়িয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহম্মদ জাহাঙ্গির। বাড়ি মল্লিকপুরে। বর্তমানে থাকে পার্ক সার্কাস এলাকায়। ধৃতের কাছ থেকে পাওয়া গিয়েছে একটি ওয়ান শাটার পাইপগান ও তিনটি গুলি। বন্দুকটি ৬ থেকে ৭ হাজার টাকায় বিক্রি করার কথা ছিল ওই দুষ্কৃতীর।পুলিশ জানিয়েছে, ট্রেনে করে বেতবেড়িয়ায় আসে ধৃত। কিন্তু কীভাবে রেল পুলিশের নজর এড়িয়ে ট্রেনে উঠেছিল ওই দুষ্কৃতী? খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, এর আগেও বারুইপুর থানায় ডাকাতি ও ছিনতাইয়ের মামলায় অভিযুক্ত ধরা পড়েছিল। কার কাছে এই অস্ত্র বিক্রি করতে যাচ্ছিল ধৃত, তা পুলিশ খতিয়ে দেখছে।