দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে রয়েছে অতি গভীর নিম্নচাপ, শহরে ছুটির দিনে বৃষ্টি হতে পারে? যা জানাল হাওয়া অফিস
বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে অতি গভীর নিম্নচাপ। এটি আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড় ‘মন থা’-তে পরিণত হবে। তারপর সেটির অভিমুখ রয়েছে অন্ধ্রপ্রদেশের উপকূলের দিকে। সম্ভাব্য ল্যান্ডফল কাঁকিনাড়াতে। যার প্রভাবে পশ্চিমবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কাল. সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উপকূলের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের প্রায় সবজেলায় ও উত্তরবঙ্গেও দু’একটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ, রবিবার শহরে আপাতত বৃষ্টির পূর্বাভাস জারি করেনি হাওয়া অফিস। এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল, শনিবার শহরের সর্বাধিক তাপমাত্রা ছিল ৩২.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজ, রবিবার শহরের সর্বাধিক তাপমাত্রা থাকতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এদিন শহরের আকাশ থাকবে আংশিক মেঘলা। গত ২৪ ঘণ্টায় শহরে কোথাও বৃষ্টি হয়নি।