• মুর্শিদাবাদে পুলিশ অফিসারের বাড়িতে রাখা কালী মন্দিরের গয়না চুরি
    দৈনিক স্টেটসম্যান | ২৬ অক্টোবর ২০২৫
  • চুরি খোদ পুলিশ অফিসারের বাড়িতেই। মুর্শিদাবাদের নওদা থানার অন্তর্গত একটি দোতলা বাড়ি থেকে রাতের আঁধারে দুষ্কৃতীরা সোনা ও রুপোর গয়না লুট করেছে। লুট হওয়া গয়নার মধ্যে রয়েছে এলাকার কালী মন্দিরের দেবীর সোনার গয়নাও। চুরি হয়ে যাওয়া সম্পত্তির মূল্য প্রায় ২০ লক্ষ টাকা।

    প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাড়িটি পুলিশের এসএসআই তুহিন সান্যালের। তবে তাঁর বর্তমান পোস্টিং নওদা থানায় নয়। কালীপুজোর সময় মন্দিরে ভক্তরা ভক্তিস্বরূপ সোনার ও রুপোর গয়না দেবীর কাছে অর্পণ করতেন।

    পুজোর পর সেই গহনা নিরাপত্তার কারণে তুহিনবাবুর বাড়িতে রাখা হতো। এছাড়া পরিবারের নিজস্ব গয়নাও নিচের তলার আলমারিতে রাখা ছিল। তবে দোতলার নিচের তলায় কেউ থাকেন না। চুরির রাতে সুযোগ নেন দুষ্কৃতীরা এবং জানলা ভেঙে গয়না লুট করে নিয়ে যায়।

    তুহিন সান্যালের মা, গৌরী সান্যাল, নওদা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি জানিয়েছেন, চুরি যাওয়া গয়নার মূল্য প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা। পুলিশ তদন্তে নেমেছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

    স্থানীয়রা এই ঘটনায় শোকাহত। পুলিশ বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়িয়েছে এবং সূত্র ধরেই দুষ্কৃতীদের শনাক্তের চেষ্টা করা হচ্ছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)