• বচসার জেরে বাপের বাড়িতে স্ত্রী! ক্ষোভে যমজ শিশুকন্যাকে গলা কেটে ‘খুন’ বাবার
    প্রতিদিন | ২৬ অক্টোবর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর সঙ্গে বচসা। বাপের বাড়ি চলে যান যুবতী। এরপরই দুই শিশুকন্যার গলা কেটে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে। এমনকী খুনের পর প্রমাণ লোপাটেরও অভিযোগ উঠেছে যুবকের বিরুদ্ধে। দিন তিনকের পর থানায় আত্মসমর্পণ করেছে অভিযুক্ত যুবক। তাকে গ্রেপ্তার করে তদন্তে নেমেছে পুলিশ।

    ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বুলধানা জেলায়। অভিযুক্ত যুবকের নাম রাহুল চ্যাবন। ২১ অক্টোবর বছর চারের যমজ দুই শিশুকন্যা ও স্ত্রীকে নিয়ে বেরিয়েছিলেন তিনি। সেই সময় রাস্তাতেই স্ত্রীর সঙ্গে ঝামেলা হয়। সন্তানদের রেখেই বাপের বাড়ি চলে যান যুবতী। বাড়ি ফিরে আসে রাহুল। সঙ্গে ছিল সন্তানরা। বাড়ি ফিরেই দুই শিশুকন্যাকে পাশের একটি জঙ্গলে নিয়ে গিয়ে গলা কেটে খুন করে বলে অভিযোগ। ঘটনার চারদিন পরে রাহুল স্থানীয় থানায় গিয়ে আত্মসমর্পণ করে। মহারাষ্ট্র পুলিশ তাকে আটক করে অন্ধ্রপ্রদেশ পুলিশের হাতে তুলে দিয়েছে। কারণ যে এলাকায় অপরাধ ঘটেছে সেটি অন্ধ্র পুলিশের অধীনে।

    এরপরই রাহুলকে জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে জঙ্গলে তল্লাশি চালায়। সেখানে দুই শিশুকন্যার পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)