নিরুফা খাতুন: মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার ভোরে অন্ধ্রপ্রদেশের স্থলভাগে আছড়ে পড়বে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মন্থা’। ফলে ছট পুজোয় আবহাওয়ার পরিবর্তন। বুধবার ও বৃহস্পতিবার জগদ্ধাত্রী পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ভারী বৃষ্টির সম্ভাবনা একাধিক জেলায়। উপকূলবর্তী এলাকায় বেশি প্রভাব পড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টি সম্ভাবনা রয়েছে।
আজ, রবিবার দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কারই থাকবে। তবে ছট পুজোয় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। জগদ্ধাত্রী পুজোয় ভারী বৃষ্টির সতর্কতা। আগামী সপ্তাহভর বৃষ্টি ভোগাবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের। সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সোমবার রাতে ও মঙ্গলবার সকালে ছট পুজোর দিন হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা। বৃষ্টির সঙ্গে উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলিতে ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে সাগর উত্তাল থাকবে। মৎস্যজীবীদের মঙ্গলবার থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
কলকাতার আকাশ আজ, রবিবার ঝলমলেই থাকবে। রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা নেই। তবে সোমরাত থেকেই বদলাবে আবহাওয়া। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেরও আবহাওয়া বদলাবে। আজ রবি ও সোমবার শুষ্ক আবহাওয়া থাকবে। তবে মঙ্গলবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। বৃহস্পতি, শুক্রবারে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা।