বিরোধী দলনেতার বিরুদ্ধে বাঙালি-অবাঙালি বিভাজন করার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করার হুঁশিয়ারি দিলেন বীজপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সুবোধ অধিকারী। প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার গারুলিয়ায় ছটব্রতীদের এক অনুষ্ঠানে এসে শুভেন্দু বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর ‘বিহারি’ সংক্রান্ত কিছু মন্তব্যের প্রেক্ষিতে সরব হয়েছিলেন। পাশাপাশি, নিশানা করেছিলেন ব্যারাকপুর শিল্পাঞ্চলের তৃণমূলের অন্য জনপ্রতিনিধিদেরও। এর পরেই সুবোধ শনিবার বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বলেছেন ধর্ম যার-যার, উৎসব সবার। তাই সব ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে যোগ দিই। কিন্তু শুভেন্দু দলের বিরুদ্ধে বাঙালি-অবাঙালি ভেদাভেদের মিথ্যা অভিযোগ করেছেন। আমার মা হিন্দিভাষী অবাঙালি। শুভেন্দুর বক্তব্যে মা অপমানিত! সাত দিনের মধ্যে উনি ক্ষমা না-চাইলে মানহানির মামলা করব।” এই প্রেক্ষিতে বিজেপির আইনজীবী নেতা কৌস্তভ বাগচী পাল্টা বলেছেন, “বাঙালি-বিহারি বিভাজনে তৃণমূলই নজির গড়েছে। বিজেপি আপামর বাঙালির সঙ্গে আছে। মানুষ সেটা বুঝতে পারছেন দেখে ভয় পাচ্ছে তৃণমূল। বিরোধী নেতার বিরুদ্ধে এত মামলা করেছেন মুখ্যমন্ত্রী। সুবোধ আর কী মামলার ভয় দেখাচ্ছেন!”