• সাইবার প্রতারণা বাড়ছে, দ্রুত তদন্তের স্বার্থে আধুনিক হচ্ছে পরীক্ষাগারও
    আনন্দবাজার | ২৬ অক্টোবর ২০২৫
  • আধুনিকীকরণ হবে কলকাতা পুলিশের ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ল্যাব’-এর। তদন্তের স্বার্থে অত্যাধুনিক যন্ত্র কেনার পাশাপাশি আয়তনেও বাড়বে এই পরীক্ষাগার। সাইবার অপরাধ আটকানো এবং দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করতেই আধুনিকীকরণের ভাবনা বলে লালবাজার সূত্রে জানা গিয়েছে। এর জন্য খরচ হবে প্রায় ছ’কোটি টাকা। আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আধুনিকীকরণের কাজ শেষ করতে চাইছে লালবাজার।

    কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সাইবার প্রতারণার তদন্ত এগোতেই লালবাজারে ‘সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ল্যাব’ তৈরি করা হয়েছিল। গত কয়েক বছরে বেশ কয়েকটি ধাপে ল্যাবের বহর বাড়ানো হয়। এ বার আধুনিকীকরণের সিদ্ধান্ত নেওয়া হল। জানা গিয়েছে, এর অঙ্গ হিসেবে একটি ফরেন্সিক স্টুডিও তৈরির পাশাপাশি একাধিক ফরেন্সিক ল্যাপটপ, ‘এরিয়াল ইমেজিং ডিভাইস’ কেনারও সিদ্ধান্ত হয়েছে। এর সঙ্গে অত্যাধুনিক ক্যামেরা, লেন্স, ভিডিয়ো ক্যামেরা-সহ একাধিক যন্ত্র যোগ হবে ল্যাবে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, মোট ১৮ রকমের জিনিস যুক্ত করা হবে। এর জন্য খরচ ধরা হয়েছে প্রায় ৫ কোটি ৭০ লক্ষ টাকা। নতুন এই সব যন্ত্রের সাহায্যে যে কোনও ধরনের সাইবার অপরাধের দ্রুত কিনারা করা সম্ভব হবে বলে মনে করছেন তদন্তকারীরা। লালবাজারের তরফে ইতিমধ্যেই দরপত্র ডাকা হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষ করে আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই আধুনিকীকরণের কাজ শেষ করতে চাইছে লালবাজার।

    এমনিতেই সাইবার প্রতারণা বর্তমানে কলকাতা তথা রাজ্য পুলিশের অন্যতম মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। নিত্যনতুন কৌশলে সাইবার অপরাধীরা ফাঁদে ফেলছে সাধারণ মানুষকে। বুঝতে না পেরে সর্বস্ব হারিয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছেন তাঁরা। কলকাতার নগরপাল হিসাবে দায়িত্ব নেওয়ার পর থেকে একাধিক বার সাইবার প্রতারণা আটকানোয় জোর দেওয়ার কথা বলেছেন মনোজ বর্মা। কলকাতার প্রতিটি ডিভিশনে সাইবার থানা তৈরির পরিকল্পনাও করা হয়েছে। লালবাজার সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কলকাতা পুলিশ এলাকায় একটি সাইবার থানা রয়েছে। প্রতিটি ডিভিশনে রয়েছে সাইবার শাখা। এ ছাড়াও, সব থানায় সাইবার প্রতারণার অভিযোগ নেওয়া হয়।

    কলকাতা পুলিশ সূত্রের খবর, সাইবার অপরাধের অভিযোগ সামলানো ও দ্রুত তদন্ত শেষ করতেই আধুনিকীকরণের সিদ্ধান্ত। লালবাজারের এক কর্তার কথায়, ‘‘সাইবার অপরাধের তদন্তে তথ্য পরীক্ষা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মোবাইল, কম্পিউটারের তথ্য পরীক্ষা করার দরকার হয়। যা তদন্ত প্রক্রিয়াকে দ্রুত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আধুনিকীকরণ হলে তদন্তের গতি বাড়বে, সন্দেহ নেই।’’
  • Link to this news (আনন্দবাজার)