দূরপাল্লার চারটি ট্রেন থামবে না বিধাননগর রোড স্টেশনে
আনন্দবাজার | ২৬ অক্টোবর ২০২৫
বিধাননগর রোড স্টেশন থেকে দূরপাল্লার চারটি গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেনের স্টপ পাকাপাকি ভাবে উঠে যাচ্ছে। ওই চারটি ট্রেন হল শিয়ালদহ-মালদহ টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদহ-বামনহাট উত্তরবঙ্গ, শিয়ালদহ থেকে আলিপুরদুয়ারগামী কাঞ্চনকন্যা এবং শিয়ালদহ থেকে জয়নগরগামী গঙ্গাসাগর এক্সপ্রেস। আগামিকাল, সোমবার থেকে এই নির্দেশিকা বাস্তবায়িত হবে।
রেল সূত্রের খবর, নির্দিষ্ট তারিখের পরে ওই সব ট্রেনের আসন বিধাননগর রোড স্টেশন থেকে যাত্রীরা আর সংরক্ষণ করতে পারবেন না। আগে থেকে যাঁদের টিকিট ওই স্টেশন থেকে বা ওই স্টেশন পর্যন্ত কাটা ছিল, তাঁদের কথা মাথায় রেখেই রবিবার পর্যন্ত কয়েকটি ট্রেনের ওই স্টেশনে স্টপ থাকছে। রেল সূত্রের খবর, শহরতলির ট্রেনের যাত্রীদের ভিড়ের নিরিখে অন্যতম ব্যস্ত স্টেশন বিধাননগর রোড স্টেশনে ট্রেন চলাচল এবং যাত্রীদের ওঠানামা আরও মসৃণ করতেই ওই চার এক্সপ্রেস ট্রেনের স্টপ তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রেলের পক্ষ থেকে গত কয়েক মাস ধরে যাত্রী-সংখ্যার খতিয়ান পরীক্ষা করে দেখা গিয়েছে, বিধাননগর রোড স্টেশন থেকে দূরপাল্লার যাত্রীদের টিকিট সংরক্ষণের হার নিতান্তই নগণ্য। প্রায়শই ওই সংখ্যা সর্বোচ্চ তিন-চার জনের মধ্যে ঘোরাফেরা করে। যে স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের যাত্রীদের কার্যত ওঠানামা নেই, সেখানে ওই সব ট্রেনের স্টপ রাখতে গিয়ে রেলের বাড়তি সময় এবং অর্থ ব্যয় হচ্ছিল বলে দাবি। পাশাপাশি, ওই সব বেশি কামরার দীর্ঘ ট্রেন কিছু সময়ের জন্য প্ল্যাটফর্ম দখল করে থাকার কারণে শহরতলির লোকাল ট্রেনের যাতায়াতে ব্যাঘাত ঘটছিল। পাশাপাশি, দূরপাল্লার এই চার ট্রেনের সময়ানুবর্তিতাতেও সমস্যা হচ্ছিল।
সমস্যা মেটাতে ওই চার ট্রেনকে তাই অন্য প্ল্যাটফর্ম দিয়ে থ্রু ট্রেন হিসেবে চালানো হবে। রেলের তরফে আপাতত ওই সিদ্ধান্ত নেওয়ার কথা জানানো হলেও সূত্রের খবর, ওই সব ট্রেনের স্টপ পাকাপাকি ভাবে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে রেল।
বিধাননগর রোড স্টেশনের দুই ও তিন নম্বর প্ল্যাটফর্মকে দখলমুক্ত করে যাত্রীদের আসা-যাওয়ার পথ প্রশস্ত করা হবে বলে রেল সূত্রের খবর। সন্ধ্যায় কল্যাণী শাখায় ওই স্টেশন থেকে ট্রেন চালানোরব্যবস্থাও করা হয়েছে। রেল কর্তাদের দাবি, যাত্রী স্বার্থেই বিধাননগর রোড স্টেশনকে শহরতলির ট্রেন চলাচলের জন্য অনুকূল হিসেবে গড়ে তোলা হচ্ছে।