নাটক করলে পর্দা থেকে বাদ পড়ব? মঞ্চের জন্য ধারাবাহিকে অভিনয়েক সুযোগ হারিয়ে প্রশ্ন শঙ্করের
আনন্দবাজার | ২৬ অক্টোবর ২০২৫
ফুঁপিয়ে উঠেছেন শঙ্কর চক্রবর্তী। “আমি ছাড়িনি। ওঁরা বাদ দিয়ে দিয়েছেন।” শেখর সমাদ্দারের ‘সরলরেখা বক্ররেখা’ নাটকে অভিনয় করবেন। এ দিকে, জনপ্রিয় এক প্রযোজনা সংস্থার ধারাবাহিকে তাঁর অভিনয়ের কথা পাকা। বাদ সেধেছে তারিখ। দুই মাধ্যমের সময় না মেলায় ধারাবাহিকের কাজ হারিয়েছেন অভিনেতা! আনন্দবাজার ডট কম-কে জানিয়েছেন, অর্থসঙ্কটে ভুগছেন। ডিসেম্বরের মধ্যে কাজ চাই তাঁর।
শঙ্করের অভিনয়জীবন শুরু মঞ্চে। অল্পবয়স থেকে নাটক অন্তপ্রাণ। অন্যান্য মাধ্যমে অভিনয় করেন মূলত উপার্জনের কারণেই। বলতে বলতে দাবি তাঁর, “আজও স্বপ্ন দেখি, শুধু নাটক করে দিন চলে যাবে। অন্য কোনও মাধ্যমে অভিনয় করতে হবে না।” তাই দেবাশিস রায় পরিচালিত ‘সরলরেখা বক্ররেখা’য় গুরুত্বপূর্ণ চরিত্র পেয়ে না বলতে পারেননি। কথা দেন, তিনি অভিনয় করবেন। ভেবেছিলেন, ধারাবাহিকে অভিনয়ের সময়ের সঙ্গে মঞ্চাভিনয়ের বিরোধ বাধবে না।
কিন্তু বেধেছে। শঙ্করের কথায়, “কোনও নাটক প্রথম মঞ্চস্থ হওয়ার আগে মহড়া দিতে হয়। তার জন্য সময় লাগে। ধারাবাহিকে অভিনয় করতে গেলে এতটা সময় মঞ্চে দেওয়া যায় না। স্বাভাবিক ভাবেই আমি বাদ পড়েছি।” প্রসঙ্গত, এই একই ধারাবাহিকে অভিনয়ের কথা ছিল আর এক নাট্যকর্মী সুরজিৎ বন্দ্যোপাধ্যায়েরও। তিনি সটান ‘না’ বলে দিয়েছেন। ‘সরলরেখা বক্ররেখা’ নাটকে সুরজিৎ এবং শঙ্কর প্রথম জুটি বাঁধলেন।
নাটকের কারণে ধারাবাহিক থেকে বাদ। শঙ্করকে কী কী সমস্যায় পড়তে হচ্ছে?
ফের গলা ধরে এসেছে অভিনেতার। বলেছেন, “আপাতত মেয়ে সংসারের খরচ টানছে। আগামী দু’মাসের মধ্যে যেনতেনপ্রকারেণ কাজ চাই। নইলে অর্থসঙ্কট আরও বাড়বে।”