যাঁদের ‘ফলোয়ার’ বেশি তাঁদের এই প্রজন্ম চেনে, পীযূষকে জানেই না! অভিনেতার স্মরণে শ্রীলেখা
আনন্দবাজার | ২৬ অক্টোবর ২০২৫
ধারাবাহিক ‘ফুটবল’-এর সেট। শুটিংয়ের বিরতির মাঝে অভিনেতাদের গোলটেবিল বৈঠক। কাগজের উপরে ঢালাও মুড়ি আর চপ। গোল হয়ে বসে শ্রীলেখা মিত্র, ভাস্কর বন্দ্যোপাধ্যায়, কুণাল মিত্র, পীযূষ গঙ্গোপাধ্যায়-সহ অনেকেই। আড্ডা আর খাওয়া—দিন যেন হাওয়ায় ভেসে যেত!
শনিবার, পীযূষের ১০তম মৃত্যুবার্ষিকীতে এ ভাবেই স্মৃতিতে ভাসলেন অভিনেত্রী। “ওই ধারাবাহিকে পীযূষদা আমার নায়ক। আরও অনেক ধারাবাহিকেই। যাবতীয় রোমান্টিসিজ়ম পর্দাতেই সীমাবদ্ধ। বাস্তবে যেন দাদা! সারা ক্ষণ আগলে রাখত। একা পীযূষদা নয়, বাকিরাও তা-ই ছিল।”
অতীত ফিরে দেখতে গিয়ে স্মৃতি ভিড় জমিয়েছিল বুঝি শ্রীলেখার কণ্ঠে! ভেজা গলায় জানালেন, অদ্ভুত আত্মীয়তা ছিল সকলের মধ্যে। একে অন্যের খোঁজ রাখা। পীযূষ ভীষণ আন্তরিক ভাবে সকলের খোঁজখবর নিয়মিত রাখতেন। মাটির কাছাকাছি থাকা একটা মানুষ। অভিনেত্রী কখনও প্রয়াত অভিনেতার থেকে খারাপ ব্যবহার পাননি। সেটে কোনও দিন অনিয়ম করতেও দেখেননি।
শ্রীলেখার আফসোস, “এঁদের কেউ মনে রাখবে না। কারণ, সমাজমাধ্যমে যাঁদের ‘ফলোয়ার’ বেশি, এই প্রজন্ম তাঁদের বেশি চেনে। পীযূষদাকে ওঁরা জানেই না।” একটু থেমে যোগ করেছেন, মৃত্যুদিন বা জন্মদিনে একদিনের স্মরণ। পরের দিনই বিস্মৃতির অন্তরালে। তিনি জানেন, তাঁর ক্ষেত্রেও সেটাই হবে। কারণ, এটাই অভিনেতাদের জীবন।