• আগামিকাল থেকে প্রশিক্ষণ শুরু BLO–দের, নির্দেশ CEO মনোজ আগরওয়ালের
    এই সময় | ২৬ অক্টোবর ২০২৫
  • এই সময়: বাংলায় ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন (সার) নিয়ে শনিবার পর্যন্ত নির্বাচন কমিশন কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। তবে আগামিকাল, সোমবার থেকেই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও) মনোজ আগরওয়ালের নির্দেশে বুথ লেভেল অফিসারদের (বিএলও) প্রশিক্ষণ শুরু করে দেওয়ার সিদ্ধান্ত নিল বিভিন্ন জেলা প্রশাসন। এই প্রশিক্ষণ চলবে দু’দিন।

    সিইও দপ্তর মনে করেছে, আগামী সপ্তাহেই কমিশন রাজ্যের জন্য ‘সার’-এর বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। বিএলও–দের প্রশিক্ষণের পাশাপাশি কমিশনের নির্দেশে ভোটারদের সাহায্য করতে কমিশন এ বার স্বেচ্ছাসেবক নিয়োগ করছে। শিক্ষক বা সরকারি দপ্তরে স্থায়ী ভাবে কর্মরত কর্মীদেরই এই পদে নিয়োগ করা হবে।

    এঁরা বিএলও–দের কাজে সাহায্য করবেন। মূলত বিএলও–দের বিলি করা এনিউমারেশন ফর্ম পূরণ করতে ভোটারদের সাহায্য করবেন এই স্বেচ্ছাসেবকরা। ইতিমধ্যে প্রতিটি ব্লকে বিডিও–রা এই স্বেচ্ছাসেবকের তালিকা তৈরির কাজ শুরু করেছেন।

  • Link to this news (এই সময়)