• দুই সন্তানের মায়ের দিকে নজর! বিবাহিত যুবতীর সঙ্গে মাখো মাখো প্রেম, খুঁটিতে বেঁধে যুবককে মারতে মারতেই শেষ করল পরিবার ...
    আজকাল | ২৬ অক্টোবর ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ফের নৃশংস হত্যাকাণ্ড। বিবাহিত যুবতীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক যুবককে পিটিয়ে খুন করল প্রেমিকার বাবা ও ভাই। যে ঘটনায় শিউরে উঠেছে পুলিশ। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকে‌। পুলিশ সূত্রে জানা গেছে, এক যুবককে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করা হয়। বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ পিটিয়ে খুন করা হয়েছে ওই যুবককে। ঘটনাটি ঘটেছে বিদার জেলায়। ২৭ বছর বয়সি যুবকের নাম বিষ্ণু। তিনি মহারাষ্ট্রের নান্দেদ জেলার বাসিন্দা ছিলেন। 

    যে যুবতীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে বিষ্ণু জড়িয়ে পড়েছিলেন, সেই পরিবারের সদস্যরাই তাঁকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করেন। চিনতাকি গ্রামের থানায় যুবককে পিটিয়ে খুনের ঘটনায় এফ আই আর দায়ের করা হয়। ঘটনাস্থলে পৌঁছে বিষ্ণুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পুলিশ। সেই সময় অচৈতন্য অবস্থায় ছিলেন তিনি। তড়িঘড়ি করে প্রথমে চিনতাকি সরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যায় পুলিশ। এরপর বিদার হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়েছিল। সেখানেই মৃত্যু হয় ওই যুবকের। এরপর অভিযুক্ত একাধিক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

    থানায় বিষ্ণুর মা জানিয়েছেন, গত এক বছর ধরে পূজা নামের এক বিবাহিত যুবতীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিলেন তিনি। পূজার দুই সন্তান রয়েছে। স্বামীকে ছেড়ে পূজা বিষ্ণুর সঙ্গেই থাকতে শুরু করেন গত কয়েক মাস ধরে। যা যুবতীর পরিবারের সদস্যরা জানতেন। এক মাস আগে বাবার বাড়িতে গিয়েছিলেন পূজা। গত মঙ্গলবার পূজার গ্রামে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিষ্ণু। 

    হনুমান মন্দিরের সামনেই তিনি দাঁড়িয়েছিলেন। সেই সময় পূজার বাবা, ভাই বিষ্ণুকে টেনে হিঁচড়ে নির্জন জায়গায় নিয়ে গিয়ে হেনস্থা শুরু করে। বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই তাঁকে খুঁটিতে বেঁধে মারধর করতে শুরু করে তারা। গুরুতর আহত অবস্থায় যুবক মাটিতে লুটিয়ে পড়েন। যন্ত্রণায় কাতরাতে থাকেন। সাহায্যের জন্য চিৎকার করেন তিনি। এরপর গ্রামবাসীরাই পুলিশে খবর দেন। দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ। 

    প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে এমন আরেকটি ঘটনা ঘটেছিল। বিবাহবহির্ভূত সম্পর্ক ঘিরে সন্দেহ। তার জেরেই ভয়াবহ হেনস্থার শিকার হলেন এক যুবতী। দুই যুবকের সঙ্গে তাঁকে হাতেনাতে ধরেই আত্মীয়দের আশঙ্কা হয়েছিল, যুবতী হয়তো বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এই সন্দেহেই তিনজনকে বেধড়ক মারধর করা হয়। 

    সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। ওই জেলার কয়েকজন গ্রামবাসী এক মহিলা ও দুই যুবককে ইলেক্ট্রিক পোলে বেঁধে বেধড়ক মারধর করেন। বিবাহবহির্ভূত সম্পর্কের সন্দেহ ভয়ঙ্কর হেনস্থার শিকার হন ওই মহিলা ও দুই যুবক। 

    পুলিশ সূত্রে জানা গেছে, কাশিপুর গ্রামের এক বিবাহিত যুবতী দুই যুবকের সঙ্গে বাইকে চেপে জশিপুর মার্কেটে গিয়েছিলেন। বাড়িতে ফেরার পরেই পরিবারের সদস্যরা দেখেন বিবাহিত ওই যুবতী দুই যুবকের সঙ্গে ঘোরাঘুরি করছেন। তার থেকেই অশান্তি শুরু হয়। যুবতীর পরিবারের সন্দেহ, ওই দুই যুবকের মধ্যে একজনের সঙ্গে বিবাহিত যুবতী বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত রয়েছেন। 

    এরপরই তিনজনকে হাতেনাতে ধরে গ্রামবাসীরা একটি ইলেক্ট্রিক পোলে বেঁধে ফেলেন। দুই যুবক ও ওই বিবাহিত যুবতীকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন‌। পথচলতি কয়েকজন লোক সেই মুহূর্তে ভিডিও করেন। জানা গেছে, ওই বিবাহিত যুবতীর দুই সন্তান রয়েছে। তাঁর কাকা ও কয়েকজন আত্মীয় যুবতীকে ওই যুবকদের সঙ্গে ঘোরাঘুরি করতে দেখেন। তাঁদের সন্দেহ হয়েছিল, যুবতী নিশ্চয়ই কারও সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছেন। এদিকে ওই দুই যুবক নাকি যুবতীর ভাইয়ের মতো ছিলেন। 

    পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনজনকে উদ্ধার করে জশিপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। জানা গেছে, যুবতীর স্বামী ও এক যুবককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। 
  • Link to this news (আজকাল)