• ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ঋণ, পঞ্চায়েতের সদস্যদের ভাতা দ্বিগুণের প্রতিশ্রুতি তেজস্বীর
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • পাটনা, ২৬ অক্টোবর: আর মাত্র কয়েকদিন বাকি। তারপরেই ভোটবাক্সে নিজেদের মতামত জানিয়ে দেবেন বিহারের জনতা। এই মুহূর্তে তুঙ্গে প্রচার চলছে পাটনায়। এনডিএ শিবির, বিরোধী জোট ইন্ডিয়া, প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টি। সব দলই ময়দানে শেষ ল্যাপের জনসভা সারছেন। আর সেই সভা কিংবা সাংবাদিক বৈঠক থেকে বিভিন্ন প্রতিশ্রুতি আসছে। আজ, রবিবার তেমনই এক সাংবাদিক বৈঠকে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন আরজেডি নেতা তথা ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব। এদিন তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ইন্ডিয়া জোটের সরকার ক্ষমতায় এলে পঞ্চায়েত প্রধান ও সদস্যদের ভাতা দ্বিগুণ করে দেওয়া হবে। সঙ্গে তাঁদের জন্য ৫০ লক্ষ টাকার বিমা করা হবে ও পেনশনের ব্যবস্থা থাকবে। এই দাবি দীর্ঘদিনের বলে জানিয়েছেন তেজস্বী।সঙ্গে লালুপুত্র এও প্রতিশ্রুতি দিয়েছেন, মৃৎশিল্পী, কর্মকার ও ছুতোরদের মতো ক্ষুদ্র ব্যবসায়ীদের পাঁচ লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে। যার কোনও সুদ দিতে লাগবে না। এর ফলে তারা তাদের ব্যবসা আরও বড় করতে পারবে। সাংবাদিক বৈঠকে তেজস্বী বলেন, ‘বর্তমানের অযোগ্য সরকারের উপর ক্ষুব্ধ বিহারের জনতা। এখানকার মানুষই পরিবর্তন আনবেন। এনডিএকে ২০ বছর সময় দিয়েছে সাধারণ মানুষ। কিছুই করেনি ওরা। আমরা শুধুই ২০ মাস চাইছি। এই সময়ে বিহারকে দেশের ১ নম্বর রাজ্য বানানোর জন্যই কাজ করব।’ এদিন সাংবাদিক বৈঠকে তেজস্বীর পাশেই বসেছিলেন বিকাশশীল ইনসান পার্টির প্রধান তথা ইন্ডিয়া জোটের উপ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী মুকেশ সাহানি। বিহারে আগামী ৬ ও ১১ নভেম্বর নির্বাচন। ১৪ নভেম্বর ফল ঘোষণা। 
  • Link to this news (বর্তমান)