নিজস্ব প্রতিনিধি, বারাসত: পুকুরে ভাসছে মৃতদেহ। আর তা থেকে ছড়াচ্ছে তীব্র দুর্গন্ধ। সাত সকালেই এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার মাটিয়া থানার খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুরের খালধারে। স্থানীয় বাসিন্দারা এদিন সকালে প্রথমে দুর্গন্ধ পেয়ে খালের পাশের একটি পুকুরে নজর দেন। এরপরই দেখা যায় সেই পুকুরের জলে ভেসে আছে এক যুবকের পচাগলা দেহ। যা দেখে চক্ষুচড়কগাছ হয়ে যায় সকলের। থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মাটিয়া থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক অনুমান, দেহটি জলে পড়ে ছিল বেশ কয়েকদিন ধরে। এখনও পর্যন্ত মৃত যুবকের নাম ও পরিচয় জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে মাটিয়া থানার পুলিশ। এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।