• মেয়রের ওয়ার্ডে নৃশংস খুন! তদন্তে পুলিশ, আটক ৩
    বর্তমান | ২৬ অক্টোবর ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: খোদ কলকাতা পুরসভার মেয়রের ওয়ার্ডে খুন! গলায় লোহার রড ঢুকিয়ে খুন করা হল এক ব্যক্তিকে। সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে চেতলা থানা এলাকায়। তদন্তে নেমে তিনজনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম অশোক পাসোয়ান। জানা গিয়েছে, গতকাল, শনিবার রাতে চেতলার ১৭ নং বাসস্ট্যান্ডের কাছে মদ খাচ্ছিলেন চারজন ব্যক্তি। সেই দলে ছিলেন অশোকও।আচমকাই কোনও এক কারণে অশোকের সঙ্গে বাকি তিনজন মদ্যপের বচসা শুরু হয়। বচসা থেকে হাতাহাতি পরে অশোকের মুখের উপর ধারাল অস্ত্র দিয়ে কোপায় এক মদ্যপ। তখনই অশোক পালাতে গেলে তার গলায় লোহার রড জাতীয় কিছু ঢুকিয়ে দিয়ে খুন করে এক ব্যক্তি। রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে অশোক। তখনই তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। যদিও চিকিৎসকরা অশোককে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। ঠিক কী কারণে বচসা শুরু হল সেই বিষয়ে খতিয়ে দেখছেন তদন্তকারীরা। 
  • Link to this news (বর্তমান)