বচসার জেরে ফ্ল্যাটে ঢুকে শুল্ক আধিকারিককে মারধর, গ্রেপ্তার মূল অভিযুক্ত
দৈনিক স্টেটসম্যান | ২৬ অক্টোবর ২০২৫
গাড়িতে ধাক্কা নিয়ে সামান্য বচসাকে কেন্দ্র করে রাজপুরে এক শুল্ক আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে অটোচালক ও তাঁর দলবলের বিরুদ্ধে। শুক্রবার রাতের এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ইতিমধ্যেই মূল অভিযুক্ত অটোচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে আরও কয়েকজন দুষ্কৃতীকে।
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত শুল্ক আধিকারিকের নাম প্রদীপ কুমার। তিনি কেন্দ্রীয় শুল্ক দপ্তরে কর্মরত। তাঁর বাড়ি সোনারপুরের মেগাসিটি এলাকায়। এই এলাকাটি রাজপুর–সোনারপুর পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। শুক্রবার রাতে আবাসনে ঢোকার সময় তাঁর গাড়িতে একটি অটো ধাক্কা মারে। এই নিয়ে অটোচালক আজিজুল গাজির সঙ্গে প্রদীপের বচসা হয়। বচসা পৌঁছায় হাতাহাতিতে। সেই সময় স্থানীয়দের হস্তক্ষেপে ঝামেলা মিটে যায়। নিজের ফ্ল্যাটে চলে যান প্রদীপ। এরপর রাতে দলবল নিয়ে আজিজুল আবাসনে চড়াও হয় বলে অভিযোগ উঠেছে। তারপর একদল দুষ্কৃতী প্রদীপের চার তলার ফ্ল্যাটে ঢুকে তাঁর উপর হামলা চালায়। স্ত্রী ও মেয়ের সামনেই বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয় শুল্ক আধিকারিকের। তাঁর স্ত্রীকেও হেনস্থা করা হয় বলে অভিযোগ ওঠে।
ফ্ল্যাটের কোলাপসিবল গেট ভেঙে দেয় দুষ্কৃতীরা। আবাসনে চড়াও হওয়ার সেই ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে। এই ঘটনা প্রসঙ্গে শুল্ক আধিকারিক জানিয়েছেন, তাঁর ফ্ল্যাটে প্রায় ৫০ জনের একটি দল হামলা চালিয়েছে। ফ্ল্যাটে তাণ্ডব চালিয়েছে। তাঁর মাথা ফাটিয়ে দিয়েছে। তাঁর স্ত্রীকেও হেনস্থা করা হয়েছে। এই ঘটনার সময় একাধিকবার পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন প্রদীপ। কিন্তু পুলিশের কাছ থেকে কোনও সদুত্তর পাওয়া যায়নি বলে অভিযোগ উঠেছে। যদিও পুলিশের দাবি, অভিযোগ পাওয়ার পরই পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ঘটনার পর প্রদীপবাবুর প্রাথমিক চিকিৎসা করানো হয়। এরপর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে মূল অভিযুক্ত অটোচালক আজিজুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।